মালদার পথে রওনা রাজ্যপালের, এসেছে দুই কেন্দ্রীয় কমিশনও

15

ডিজিটাল ডেস্ক, ১৮ এপ্রিল: আজ শুক্রবার শিয়ালদহ স্টেশন থেকে মালদহে রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্য দিকে, মালদহে ঘর ছাড়াদের ক্যাম্পে শুক্রবার পৌঁছলেন জাতীয় মানবাধিকার কমিশনের চার সদস্য। এলাকা ঘুরে দেখে তাঁরা সেখানকার লোকজনের সঙ্গে কথা বলছেন। পৌঁছেছেন জাতীয় মহিলা কমিশনের তিন সদস্যও।

মুর্শিদাবাদের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গড়ে দিল কলকাতা হাই কোর্ট। কমিটিতে জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন ও রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষের একজন করে সদস্য থাকবে এই কমিটিতে। পাশাপাশি মুর্শিদাবাদের অশান্তিতে এনআইএকে তদন্তভার দেওয়া নিয়ে বিষয়টি কেন্দ্রের উপরেই ছেড়েছে আদালত।

রাজভবন সূত্রে খবর, শুক্রবার মালদাতেই রাত্রিবাসের পরিকল্পনা রয়েছে রাজ্যপালের। শনিবার সেখান থেকে মুর্শিদাবাদের উপদ্রুত এলাকাগুলিতে যাবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু দিন অপেক্ষা করে যেতে বলেছিলেন রাজ্যপালকে। এই মুহূর্তে মুর্শিদাবাদে না-যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু সেই অনুরোধে সাড়া না দিয়েই আজ মালদার পথে রাজ্যপাল। শমসেরগঞ্জ, ধুলিয়ান, সুতি কিংবা ফরাক্কার মতো এলাকাগুলি পরিদর্শন করতে পারেন রাজ্যপাল।

সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদের এই অঞ্চলগুলিতেই অশান্তি ছড়িয়েছিল। অশান্তিতে তিন জনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে রাজ্যপালের। রাজভবন সূত্রে খবর, শনিবার রাতেই কলকাতার উদ্দেশে রওনা দিতে পারেন বোস।

Comments are closed.