সংসারী ‘দাবাং’ দিলীপ, দিল জিতলেন রিংকু! জুম্মাবারের গোধূলিবেলায় বিয়ে

28


সেকেলে বাংলায় বাড়ির ছেলের দামালপনা কমিয়ে ঘরমুখো করতে মা বাবারা তড়িঘড়ি ছেলের বিয়ের আয়োজন করত। যেন বিয়ে করলেই ছেলের সুমতি ফিরবে! বৃহস্পতিবার এই সেকেলে প্রবাদ নিয়ে জোর শোরগোল। দিলীপ ঘোষ বিয়ে করছেন। দামাল দিলীপও কী তাহলে এবার সংসারী হচ্ছেন?

সকাল থেকেই চাপা গুঞ্জন। কুনাল ঘোষের পোস্টে আরও বাড়ল জল্পনা। নাম না করে কুনাল ঘোষ লেখেন এক বর্ষিয়ান বিজেপি নেতা তারই দলের এক নেত্রীকে নাকি বিয়ে করছেন। তা নিয়েও দলের একাংশও দ্বন্দ্বে রয়েছে। তবে পাত্র কী করেন সেটাই দেখার । নাম না করেই আগাম শুভেচ্ছা দিয়ছিলেন কুনাল। নেট দুনিয়া তোলপাড়। কে এই পাত্র নেতা! কাকেই বা তিনি বিয়ে করছেন। বৃহস্পতিবার সন্ধের বৃষ্টিই যেন ধুয়ে দিল আড়াল করা প্রলেপ। বেরিয়ে এল পাত্র-পাত্রীর নাম। জোর দামামা সব মহলে, অবশেষে সংসারী হচ্ছেন দিলীপ ঘোষ। কানাঘুষো খবর পাত্রীর নাম রিংকু মজুমদার। তিনিও বিজেপির নেত্রী। রাজনীতির পথে হাঁটতে হাঁটতে , কখন যেন নিজেরাই নিয়ে নিয়েছেন একসঙ্গে জীবন পথের পথিক হওয়ার সিদ্ধান্ত । সূত্রের খবর, শুক্রবার সন্ধ্য়ায় ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারবেন দিলীপ- বিংকু!

প্রারম্ভিক জীবনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দায়িত্ব সামলেছেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। পরে রাজ্য রাজনীতির অলিন্দে প্রবেশ করেই উত্থান। হিন্দু জাগরণ মঞ্চের পর রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জনতা পার্টিতে এসে প্রথমে রাজ্যের সাধারণ সম্পাদক পদ সামলেছেন। পরে পৌঁছেছেন বিধানসভা থেকে লোকসভাতেও! তাঁর আমলেই এরাজ যে সংগঠনে ম্যাজিক দেখেছে বিজেপি। তিনি দিলীপ ঘোষ। যিনি বিভিন্ন সময়েই জানিয়েছেন তার কোন পিছুটান নেই! নেই কোনও মায়া দয়া। চির অকৃতদার দিলীপ ঘোষের জীবন নিয়ে হাজার কৌতূহল সামনে এলেও রাশভারি দাম্ভিক দিলীপ তার নিজের মেজাজেই উড়িয়ে দিয়েছেন। তাঁর ‘চিরকুমার’ সত্ত্বার নাকি সমাপ্তি এই রাত পোহালেই!

বিয়ের পিঁড়িতে না উঠলেও, আইনি বিবাহ সেরে ফেলার গুঞ্জন এখন চরমে। যদিও সে খবরে এখনও শিলমোহর পড়ে নি। প্রকাশ্যে এসেছে পাত্রীর নামও। বিজেপি মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য সেই মহিলার নাম রিঙ্কু মজুমদার। বহু বছর আগে বিবাহবিচ্ছেদ হয়েছিল। এখন সেই মহিলার ভাত-কাপড়ের দায়িত্ব নিচ্ছেন দিলীপ! যদিও পাত্রী যুক্ত রয়েছেন বেসরকারি চাকরির সঙ্গে। রয়েছে ২৫ বছরের পুত্র সন্তানও। আগামীকাল নিউটাউনের বাড়িতে ঘনিষ্ঠদের নিয়ে অনুষ্ঠানেই চার হাত এক হবে!

সূত্রের খবর, দীর্ঘ সময় ধরে রিংকুর সঙ্গে দিলীপের ঘনিষ্ঠতা নিয়ে রসিকতা হয়েছে। তবে তা ঘনিষ্ঠ মহলের মধ্যেই ছিল সীমাবদ্ধ। রাত পোহালেই দিলীপের কৌমার্য কাটে কিনা তা নিয়েই এখন অপেক্ষায় তার নিজের দল ।

Comments are closed.