KARBI ANGLONG : দুদিনের কার্বি আংলং সফরে মুখ্যমন্ত্রী, কার্বি আংলঙের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর

12

KARBI ANGLONG : দুদিনের কার্বি আংলং সফরের প্রথমদিন একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা। অশান্ত ডিফুতে মুখ্যমন্ত্রীর এই সফর রাজনীতির সীমানা ছাড়িয়ে যেন অন্য এক মাত্রা যোগ করে দিল জনমানসে।

১ অক্টোবর থেকে বেতন বাড়ছে কার্বি আংলঙের অঙ্গনওয়াড়ি কর্মীদের। এককালীন অর্থ সাহায্যও পাবেন কার্বি আংলঙের অঙ্গনওয়াড়ি কর্মীরা। ৩০৭০ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা ও কর্মীরা পাবেন এককালীন অর্থ। মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। কার্বি স্বশাসিত পরিষদের অনুষ্ঠান সহ ডিফুতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী।

কার্বি স্বশাসিত পরিষদের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, এখানেই শেষ নয়, ডিফু ক্লাব চত্বরে নির্মিত হবে ডঃ ভূপেন হাজরিকা স্মৃতি প্রেক্ষাগৃহ। এজন্য এক কোটি টাকা বরাদ্দ করবে অসম সরকার। একই মঞ্চে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ডিফুর নির্মিয়মান ফ্লাইওভারের কাজ এবছরের ডিসেম্বেরর মধ্যেই শেষ হয়ে যাবে।

দুদিনের এই সফরের প্রথমদিন বৃহস্পতিবার ডিফু ক্লাবে উপস্থিত হয়ে বেশ কয়েকটি স্থানীয় বিহু কমিটির প্রত্যেকের হাতে দেড় লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছিল। কার্বি আংলঙের পরম্পরাগত সমবেত নৃত্য, গান, বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি অনুরাগীদের সেলফির আবদারও মেটান মুখ্যমন্ত্রী। অতি আবেগপ্রবণ হয়ে আই লাভ ইউর জবাবে লাভ ইউ টু বলে সম্বোধন করে সবাইকে তাক লাগিয়ে দেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের সঙ্গে খোলামেলাভাবে মিশে শান্তি-সম্প্রীতির বার্তাই দিতে চাইলেন মুখ্যমন্ত্রী।

Comments are closed.