কলকাতা, ১৬ এপ্রিল: অক্ষয় তৃতীয়ায় পুরীর মতো দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে আজ বুধবার নবান্নে জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রস্তুতি বৈঠক ছিল।
আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। আগামী ২৮ এপ্রিল দিঘা আমন্ত্রিত দের পৌঁছনোর আর্জি জানান মুখ্যমন্ত্রী। পরদিন যজ্ঞ। ৩০ এপ্রিল প্রাণপ্রতিষ্ঠা এবং মন্দিরের দ্বারোদঘাটন। তারপর ইসকনের হাতে মন্দিরের দায়িত্ব হস্তান্তর করা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, ঠিক পুরীর মতোই সমুদ্রের পাশে জগন্নাথ মন্দির উদ্বোধন। মন্দির ঘিরে রুজি রোজগার বাড়বে। দিঘাই এখন নতুন কর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র। পৃথিবীর মানচিত্রে নতুন সংযোজন।
এদিনের বৈঠকে মহাকুম্ভে অব্যবস্থার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, মহাকুম্ভে অনেক লোক মারা গিয়েছে, তা থেকে শিক্ষা নিতে হবে। নোডাল অফিসারদের নজত রাখার নির্দেশ দেন। ভালোভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। একটা মানুষেরও যেন সমস্যা না হয় সেইমতো প্ল্যানিং করতে হবে বলে নির্দেশ মুখ্যমন্ত্রীর। যাতে কোনও অঘটন না ঘটে তাই আঁটসাঁট নিরাপত্তার চাদরে সেই সময় মুড়ে ফেলা হবে দিঘাকে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.