ডিজিটাল ডেস্ক, ১৬ এপ্রিল: মুর্শিদাবাদ অশান্তি নিয়ে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল রাজ্য পুলিশ। ৯ সদস্যের এই সিটের নেতৃত্ব থাকবেন আইবি-র এসপি পদমর্যাদার এক আধিকারিক। মুর্শিদাবাদকাণ্ডে সমস্ত মামলা তদন্ত করবে সিট। সূত্রের খবর, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত এই বিশেষ তদন্তকারী দলে রয়েছেন ন’জন অফিসার। অ্যাডিশনাল এসপির পাশাপাশি এই টিমে রয়েছেন তিনজন ডেপুটি সুপার ও ছ’জন ইনস্পেক্টর।
উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় (WAQF Law Protest) গত শুক্রবার থেকে দফায় দফায় উত্তপ্ত হয় মুর্শিদাবাদ। যদিও বুধবার থেকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলে জানাচ্ছে পুলিশ। এখনও পর্যন্ত নতুন করে বড় কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। তবে অশান্তির সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।
পুলিশ সূত্রের খবর, রাজ্য পুলিশ, জেলা পুলিশের পাশাপাশি এসটিএফ, সিআইডি ও রাজ্যের গোয়েন্দা দফতরের সদস্যদের নিয়ে ন’জনের এই টিম গঠন করা হয়েছে। তাঁরা মুর্শিদাবাদের সাম্প্রতিক প্রতিটি হিংসার ঘটনার তদন্ত করবে।
এদিকে ইতিমধ্যে মুর্শিদাবাদের ঘটনার প্রেক্ষিতে রাজ্যে তদন্ত টিম পাঠানোর কথা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন ও মহিলা কমিশন। কলকাতা হাইকোর্টেও একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, যার শুনানি হবে বৃহস্পতিবার।
Comments are closed.