মুর্শিদাবাদ ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ মুখ্যমন্ত্রীর

13

কলকাতা, ১৬এপ্রিল: ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজ্যে ছড়িয়ে পড়া অশান্তির রুখতে এবং রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম এবং মোয়াজ্জেমদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মুর্শিদাবাদে হিংসা নিয়ে নাকি বিজেপি ভুয়ো ভিডিও ছড়িয়েছে ৮টা। আজ এমনই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই সঙ্গে সংবাদমাধ্যমের একাংশকে ‘গোদি মিডিয়া’ আখ্যা দিয়ে আজ পালটা তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপির কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন করেন, দেশে কতজন চাকরি পেয়েছেন, তার জবাব দিক সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি এজেন্সির মাধ্যমে বাইরে থেকে লোক ঢুকিয়ে অশান্তি তৈরি করছে। মখ্যমন্ত্রীর অভিযোগ রামনবমীতে পরিকল্পনা ছিল দাঙ্গা বাঁধানোর। কিন্তু মুসলিম সম্প্রদায় সেই পরিকল্পনা ব্যর্থ করে শান্তি বজায় রেখেছেন। এর জন্য ধন্যবাদ জানান মমতা। পাশাপাশি মুখ্যমন্ত্রী ওয়াকফ নিয়ে অশান্তি করার চেষ্টা করলে তাও রুখে দেওয়ার ডাক দেন।

বিজেপির উদ্দেশ্যে মুখ্যমন্রীর বার্তা, “সমাজে বিভেদ তৈরি করবেন না। হিন্দুস্থানকে টুকরো করবেন না।” এপরেই সরাসরি অমিত শাহকে আক্রমণ করে বলেন, ‘স্বারাষ্টমন্ত্রক যদি কালিদাসের মতো যেই ডালে বসে আছেন সেই ডাল কাটেন তাহলে বলতেই হবে। এত তাড়া কীসের। মোদিজি চলে গেলে আপনি তো প্রধানমন্ত্রী হতে পারবেন না। মোদিজি কে অনুরোধ ওঁনাকে সামলান। সব এজেন্সি ওঁনার হাতে দিয়ে রেখেছেন।’

পাশাপাশি মুখ্যমন্ত্রীর আশ্বাস, “আমি যতক্ষণ থাকব, হিন্দু-মুসলাম বিভেদ করতে দেব না। যদি আমার উপর ভরসা থাকে তো দয়া করে অশান্তি করবেন না। বিজেপির প্ররোচনায় পা দেবেন না। ইমামদের অনুরোধ আপনাদের অনেক দায়িত্ব।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, কিছু ‘গোদি মিডিয়া’ কেবল বাংলার বিরুদ্ধে কথা বলছে। যদি কিছু বলতেই হয়, তাহলে যেন তার সামনে এসে বলা হয়, তার পিছনে নয়। তার মতে বিজেপির টাকায় পরিচালিত কিছু মিডিয়া চ্যানেল বাংলার ভুয়ো ভিডিও দেখায়। তিনি তাদের ধরেছেন। তারা কর্ণাটক, উত্তরপ্রদেশ, বিহার এবং রাজস্থানের ৮টি ভুয়ো ভিডিও দেখিয়ে বাংলার মানহানি করার চেষ্টা করেছে। তাদের লজ্জা বোধ করা উচিত বলে মত মুখ্যমন্ত্রীর।

Comments are closed.