WAQF LAW PROTEST : ওয়াকফ আইনের বিরুদ্ধে শিলচরে বিক্ষোভ, পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ল প্ৰতিবাদকারীরা
WAQF LAW PROTEST : দেশ জুড়ে ওয়াকফ সংশোধনী নিয়ে চলছে প্রতিবাদ। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ শিলচরেও। শিলচরে পুলিশকে লক্ষ্য করে প্ৰতিবাদকারীদের পাথর ছোঁড়ার ঘটনায় পদক্ষেপ পুলিশের। ঘটনায় জড়িত ৭ প্ৰতিবাদকারীকে গ্ৰেফতার করেছে কাছাড় পুলিশ। গ্ৰেফতার নজমুল ইসলাম, বিদার লস্কর, রোহিত হুসেন, দিলোয়ার হুসেন, রোহিত আহমেদ, আতিকুর রহমান এবং রিয়াজুল লস্কর। ধৃতদের বাড়ি কাছাড়ের বেরেঙ্গা এবং কাশীপুর অঞ্চলে।
ওয়াকফ আইনের(WAQF LAW) প্রতিবাদে রবিবার শিলচরের বেরেঙ্গা থেকে ইসলাম ধর্মাবলম্বীরা বের করেছিল এক বিশাল মিছিল। শিলচরের চামড়াগুদাম অঞ্চলে মিছিলটিকে বাধা দেয় পুলিশ। তারপরই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধুন্ধুমার লড়াই বেঁধে যায়। একাংশ আন্দোলনকারী পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্ৰণে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পাথর ছোঁড়ার ঘটনায় পুলিশ স্বতোপ্রণোদিত মামলা দায়ের করে। শুরু হয় জোরদার তদন্ত, চিহ্নিত করা হয় ৭ অভিযুক্তকে।
৭ অভিযুক্তকে গ্ৰেফতার করে জেলে পাঠিয়েছে পুলিশ। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা ঘটনাটি সম্পর্কে বলেন, ধৃতেরা সকলে ওয়াকফ আইন বিরোধী প্ৰতিবাদকে হিংসাত্মক রূপ দেবার চেষ্টা করেছিল। পুলিশ সুপার জানান যাদের গ্রেফতার করা হয়েছে তারা সকলেই মূল অভিযুক্ত। তারা হিংসায় প্ররোচনা দিয়েছিল।
ওই ঘটনায় জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তারা বৰ্তমানে পলাতক বলে জানান পুলিশ সুপার। তবে, পলাতক হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। সেদিনের জমায়েতকে বেআইনি বলেও বর্ণনা করেন পুলিশ সুপার।
পুলিশ সুপার জানিয়ে দিয়েছেন যে, আইন শৃঙ্খলা নষ্ট করলে ব্যবস্থা নেওয়া হবে। রবিবারের ঘটনাটিতে আপাতত ৭ জন গ্রেফতার হলেও আরও বেশ কয়েকজন গ্রেফতার হবে নিশ্চিত। সেই সঙ্গে পুলিশ সুপার বলেন, গণতান্ত্ৰিক আন্দোলনে আপত্তির কিছু নেই। কিন্তু প্ৰতিবাদের নামে উচ্ছৃঙ্খল কার্যকলাপ সহ্য করা হবে না।
Comments are closed.