কলকাতা, ১৫ এপ্রিল: ২০১৬ সালে এসএসসির প্যানেলের গ্রুপ সি গ্রুপ ডির চাকরিহারাদের নববর্ষের প্রথম দিনে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বেলে অভিনব মিছিল। ওয়েলিংটনের মোড় থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত এই মিছিল করেন তারা।
এই মিছিল থেকে তাঁরা তাঁদের চাকরি ফেরত পাওয়ার দাবি জানালেন। তাঁদের দাবি তাঁরা যোগ্য। তাই নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য ২১ হাজার ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে এবং সুপ্রিম কোর্ট আরও যা যা তথ্য প্রমাণ চেয়েছে সেই সমস্ত প্রকাশের দাবিতে রাজপথে তাঁরা। নববর্ষের প্রথম দিনে ব্যবসায়ীদের হালখাতা নয় তাঁরা তাঁদের দাবি পুনর্বিবেচনার আবেদন নিয়ে রাজপথে নেমেছেন সন্তানদের হাত ধরে। নিজেদের হৃত সম্মান ফেরত পাওয়ার আশায়।
সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছেন শীঘ্রই অযোগ্যদের তালিকা প্রকাশ পাবে। সেই আশ্বাসে কিছু চাকরিহারা আশ্বস্ত হলেও বেশিরভাগেরই বক্তব্য যতদিন তাঁরা তাদের হৃত সম্মান ফেরত না পাচ্ছেন তত দিন তাঁরা রাস্তায় থাকবেন।
প্রসঙ্গত রবিবার রাতে সাংবাদিক বৈঠক করে আগামী ২০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিহারারা। আম্বেদকরের জন্মজয়ন্তীতে ১৪ এপ্রিল বাসে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন ৬০ ‘যোগ্য’ চাকরিহারা।
পাশাপাশি উল্লেখ্য যে এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এরফলে একসাথে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। এর আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই চাকরিহারাদের মধ্যে যারা ‘যোগ্য’ তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বস্থ করেন, ‘যোগ্য’ একজনেরও চাকরি যাবে না।
Comments are closed.