কলকাতা, ১৫এপ্রিল: আজ পয়লা বৈশাখের শুভ লগ্নে বাংলা একতা মঞ্চের উদ্যোগে আয়োজিত হয় বাংলার গৌরব যাত্রা।

এই শোভাযাত্রায় সামিল হয়েছিলেন তৃণমূলের মুখপাত্র তথা সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ। এই শোভাযাত্রা থেকে বাংলার শিক্ষা, সংস্কৃতি, উপাচার, ভাষা, প্রগতিশীলতা, সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষার লড়াই চালিয়ে যাওয়ার ডাক দেওয়া হয়।
উদ্যোক্তাদের পক্ষ থেকে নববর্ষ ও রাজ্য দিবসের আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।

প্রসঙ্গত পয়লা বৈশাখ উপলক্ষ্যে নিজের লেখা ও সুর করা গানে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পয়লা বৈশাখে ‘পশ্চিমবঙ্গ দিবস’-ও পালন করা হয়। সোশাল মিডিয়ায় এই বিশেষ দিনটি নিয়েও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা দিবস-এর শুভেচ্ছা বার্তায় তিনি প্রয়াত বাংলার সঙ্গীতকার প্রতুল মুখোপাধ্যায়কে স্মরণ করে লিখেছেন – ‘আমি বাংলায় গান গাই’।
এর পাশাপাশি গতকাল কালীঘাট মন্দির সংলগ্ন স্কাইওয়াক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, সেখানেও মঞ্চ থেকে শান্তি-সম্প্রীতির বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই সঙ্গে নবনির্মিত কালীঘাট রিফিউজি হকার্স কর্নারের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.