মাত্র ২০০ টাকার জন্য প্রতিবেশীর হাতে খুন!

7

প্রসেনজিৎ রাহার কলমে

শিলিগুড়ি, ১৫ এপ্রিল: সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহর সংলগ্ন পোড়াঝাড় এলাকায়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম সজল কর্মকার,বয়স ৪৮। তিনি পেশায় শ্রমিক ছিলেন। জানা গেছে মৃত সজল কর্মকার অভিযুক্তের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন কেবলমাত্র ২০০ টাকা দেওয়া বাকি ছিল।। ওই ২০০ টাকা নিয়ে বিবাদের ঘটনাটি এই খুন বলেই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

ঘটনার পর অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ধৃতের নাম মন্টু বর্মন। জানা গিয়েছে গতকাল রাতে মদ্যপ অবস্থায় দুইজনের মধ্যে গন্ডগোল বাঁধে। বচসার পর দুজনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে মৃত ব্যাক্তির ওপর ছুরি দিয়ে হামলা চালায় অভিযুক্ত। ছুরির গভীর ক্ষততে মৃত্যু হয় তাঁর। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই পড়েছিলেন ওই ব্যক্তি, স্থানীয়দের কাছ থেকে তার পরিবার খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।

এরপরেই বিষয়টি নিয়ে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের মেয়ে শুক্লা সাহা। অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত মন্টু বর্মনকে। ধৃতকে আজ জলপাইগুড়ির আদালতে পেশ করা হয়।

Comments are closed.