কলকাতা, ১৫ এপ্রিল: লতি সপ্তাহে প্রায় রোজই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। ভিজতে পারে কলকাতাও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর মঙ্গলবার শহরের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
যদিও এখনই তাপমাত্রা খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। আরও জানা যাচ্ছে যে চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
আবহাওয়া দফতর সূত্রে খবর মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবারের জন্য দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এবং বীরভূমে। শনিবারও বেশ কয়েকটি জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর।
Comments are closed.