কলকাতা, ১৪ এপ্রিল: আজ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতার পার্কস্ট্রিট ময়দান এলাকায়। দুর্ঘটনায় পাঁচজন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। সরকারি বাসটি হাওড়া থেকে আসছিল বলে খবর। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসমেত সরকারি বাস উঠে গেল রাস্তার মাঝে থাকা ডিভাইডারে।
পার্ক স্ট্রিট ময়দান থানা এলাকার প্রণবানন্দ সরণী এবং অকল্যান্ড রোডের সংযোগস্থলে বাসটি নিয়ন্ত্রণ হারায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুটি বাসের মধ্যে রেষারেষি চলছিল। সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই সরকারি বাসটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। রেলিং ভেঙে সেটি ডিভাইডারের উপর উঠে যায়। বাসের সামনের দিকটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও জানা যাচ্ছে যে দুর্ঘটনার সময় বাসে ১৫ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৫ জন জখম হয়েছেন। একজন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় এই দুর্ঘটনায় সাময়িক যানজট দেখা দেয়।
Comments are closed.