Times Square: টাইমস স্কোয়্যারে বাংলা নববর্ষ উদ্‌যাপন

18

ডিজিটাল ডেস্ক, ১৪ এপ্রিল: টাইমস স্কোয়্যারে [Times Square NYC] সমবেত কণ্ঠে “এসো হে বৈশাখ…” গাইলেন একঝাঁক বাঙালি। বৃষ্টি কিংবা শীত উৎসবে এগিয়ে বাঙালি,তারই নিদর্শন এবার টাইমস স্কোয়্যারে। বিগত কয়েক দিন ধরেই বৃষ্টির সঙ্গে ঠান্ডা হওয়ার প্রবল দাপট চলছে নিউ ইয়র্কে। কিন্তু সে সব কিছুকে উপেক্ষা করেই গত কাল টাইমস স্কোয়্যারে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্‌যাপিত হল বাংলা নববর্ষ ১৪৩২ [Bengali New Year 2025]। মার্কিন মুলুকের ক্যালেন্ডারে স্বীকৃতি পেল পয়লা বৈশাখ!

একদিকে রবীন্দ্র সঙ্গীতের মহড়া, অন্যদিকে ভাজা মুগডাল দিয়ে সরু চালের ভাতের আয়োজন। সংস্কৃতিপ্রেমী বহু মানুষ সমবেত হলেন নিউ ইয়র্কের [New York City] টাইম স্কোয়ারে [Times Square]। মুক্তধারা এবং এনআরবি (প্রবাসী বাঙালি)-র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ [Bangladesh] এবং পশ্চিমবঙ্গ [West Bengal] থেকে আসা শিল্পী ও অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে বাঙালি সংস্কৃতির রঙিন পরিচয় সকলের সামনে তুলে ধরেন।

নিউইর্য়কের মাটিতে দাঁড়িয়ে বাঙালি গাইলেন “আমার মুক্তি আলোয় আলোয়…”। ছেলেরা পরেছিলেন সাদা পাঞ্জাবি-পাজামা আর মেয়েরা লাল পাড় সাদা শাড়ি। রেইন কোট পরে উৎসবে মাতল ক্ষুদেরা। বাঙালির প্রাণের উচ্ছ্বাসের কাছে হার মানল প্রকৃতি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রভাতী অনুষ্ঠান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সহস্র কন্ঠে গানে গানে বর্ষবরণ প্রবাসে। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত প্রবাসী বাঙালিদের জনজোয়ার টাইমস স্কোয়ারে।

Comments are closed.