এবার উত্তপ্ত ভাঙড়, অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে

18

ভাঙড়, ১৪ এপ্রিল: সোমবার শিয়ালদহের রামলীলা ময়দানে আইএসএফের তরফে ওয়াকফ বিরোধী কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিতে যাচ্ছিলেন আইএসএফের কর্মী, সমর্থকরা। অভিযোগ, বাসন্তী হাইওয়েতে ভোজেরহাটের কাছে তাঁদের পথ আটকায় পুলিশ।আইএসএফ কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে হাতাহাতি বেঁধে যায়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। বাসন্তী হাইওয়ের উপরই দু’পক্ষের মধ্যে ধুন্ধুমার শুরু হয়। পুলিশ লাঠিচার্জ শুরু করে। তাতে এক আইএসএফ কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ। এরপরই বাসন্তী হাইওয়েতে বসে বিক্ষোভে শামিল হন আইএসএফ কর্মীরা।

মিনাখাঁ, বাসন্তী, ভাঙড়ের বিভিন্ন জায়গা থেকে দলে দলে আইএসএফ নেতা-কর্মীরা কলকাতা যাওয়ার জন্য রওনা দেন। কিন্তু বৈরামপুরে বাসন্তী হাইওয়েতেই তাঁদের আটকাতে ব্যবস্থা নেয় পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ভোজেরহাটেও তিন রাস্তার মোড় গার্ডরেল দিয়ে ঘিরে দিয়েছিল পুলিশ। বাধা পেয়ে সেখানে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। গার্ডরেল ভাঙার চেষ্টা করেন তাঁরা। এর পরেই সেখানেই পথ অবরোধ করা শুরু করেন আইএসএফ কর্মীরা। অবরোধের জেরে কলকাতা-দক্ষিণ ২৪ পরগনা সংযোগকারী বাসন্তী হাইওয়েতে যানজট তৈরি হয়েছে। পুলিশের তরফে মাইকিং করে বিক্ষোভকারীদের রাস্তা ফাঁকা করে দেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়।

প্রতিবাদের নামে জনবিরোধী কার্যকলাপ বরদাস্ত নয় বলে আগেই সতর্ক করেছেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারা। মুখ্যমন্ত্রী নিজেও এই নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। সোশাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, এই আইন সমর্থন করে না শাসকদল তৃণমূল, রাজ্যে নয়া আইন লাগু হবে না। স্পর্শকাতর এলাকায় হাই কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী নেমেছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।

Comments are closed.