নিয়ন্ত্রণে মুর্শিদাবাদের পরিস্থিতি, আশাবাদী পুলিশ

16

কলকাতা, ১৪ এপ্রিল: আজ সোমবার সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের (West Bengal Police) এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম (Javed Shamim) জানালেন, পরিস্থিতি স্বাভাবিক করার সবরকম চেষ্টা চলছে। গত ৩৬ ঘণ্টায় নতুন করে কোথাও কোনও রকম উত্তেজনা ছড়ায়নি।

ওয়াকফ-অশান্তির জেরে যে ঘটনা ঘটেছে তার জন্য ইতিমধ্যে ২০০-র বেশি জনকে গ্রেফতার করা হয়েছে, বাড়ছে এফআইআরের সংখ্যাও। এমনটাই জানিয়েছে রাজ্য পুলিশ। এডিজি আইনশৃঙ্খলার স্পষ্ট বক্তব্য, যারা এই পরিস্থিতি তৈরি করেছে, যে যে এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে।

পুলিশকে নিয়ে এখনও এলাকায় এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এই পরিস্থিতিতে রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম বলেন, শনিবার বিকেলের পর থেকে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, জঙ্গিপুর শান্তিপূর্ণ আছে। পুলিশ পোস্টিং পিকেটিং চলছে। খুব শীঘ্রই স্বাভাবিক হবে পরিস্থিতি।

প্রসঙ্গত গত শুক্রবার থেকে ওয়াকফ আইনের প্রতিবাদে লাগামছাড়া সংঘর্ষ হয় মুর্শিদাবাদে। বহু মানুষ আতঙ্কে ঘরছাড়া হন। তাদের অনেকে পড়শি জেলাগুলিতে আশ্রয়ও নিয়েছেন। তবে সোমবার রাজ্য পুলিশের তরফে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক করার সম্পূর্ণ চেষ্টা হচ্ছে। আগের থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণেও এসেছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলায় হিংসা রুখতে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, তা আবার চালু করা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তা দিয়েছেন এডিজি আইনশৃঙ্খলা। জাভেদ শামিমের কথায়, পরিস্থিতি স্বাভাবিক হলেও মানসিকভাবে মানুষ স্বাভাবিক হতে পারছেন না ভুল খবরের জন্য। লাগাতার ভুয়ো ছড়ানোর চেষ্টা করছে একদল। সেগুলি বিশ্বাস করে মানুষ আরও বিপদে পড়ছেন। যারা এই ধরনের কাজ করছেন তাদেরকেও কড়া শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Comments are closed.