মুম্বই, ১৪ই এপ্রিল : ফের একবার প্রাণনাশের হুমকি পেলেন বলিউড সুপারস্টার সলমন খান। এবার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মুম্বইয়ের ওরলি এলাকার ট্র্যাফিক কন্ট্রোল রুমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা পাঠিয়ে অভিনেতার গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। শুধু তাই নয়, বার্তায় অভিনেতার বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাড়িতে ঢুকে তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই ওরলি থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই হুমকির পরিপ্রেক্ষিতে [Salman Khan death threat] সলমন খানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কে বা কারা এই হুমকির পিছনে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে [Lawrence Bishnoi gang] গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর দিকেই সন্দেহের তীর। এর আগেও একাধিকবার সলমন খানকে প্রাণনাশের হুমকি দিয়েছে এই গ্যাংস্টার গোষ্ঠী। কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সলমন খানের জড়িত থাকার কারণে বিষ্ণোই সম্প্রদায় অভিনেতার উপর ক্ষুব্ধ।
গত বছর এপ্রিলে সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্ত এখনও চলছে। এর মধ্যেই ফের এই নতুন হুমকি অভিনেতাকে আতঙ্কিত করে তুলেছে। পুলিশ সূত্রে খবর, [Mumbai Police investigation] হুমকি বার্তাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রেরকের পরিচয় জানার চেষ্টা চলছে। [Security for Salman Khan] অভিনেতার বাসভবনের आसपास নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
সলমন খানের [Bollywood actor] দীর্ঘদিনের ক্যারিয়ারে বহুবার বিতর্কের সম্মুখীন হয়েছেন। তবে প্রাণনাশের হুমকির ঘটনা অভিনেতার জীবনে নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে তিনি আন্ডারওয়ার্ল্ডের কাছ থেকে হুমকি পেয়েছেন। তবে সাম্প্রতিককালে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর হুমকি অভিনেতার জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই হুমকির পরে [Galaxy Apartments security] গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। অভিনেতার ব্যক্তিগত দেহরক্ষী শেরা সর্বক্ষণ তাঁর পাশে রয়েছেন। [Salman Khan bodyguard Shera] অভিনেতার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছেন তিনি।
উল্লেখ্য, কিছুদিন আগেই সলমন খান [Salman Khan movie Sikandar promotion] তাঁর আসন্ন ছবি ‘সিকান্দর’-এর প্রচারে ব্যস্ত ছিলেন। সেখানে তাঁকে এই প্রাণনাশের হুমকি নিয়ে প্রশ্ন করা হলে তিনি ঈশ্বরের উপর ভরসা রাখার কথা বলেন। অভিনেতা বলেন, “ভগবান, আল্লাহ সকলের উপরেই আছেন। যতদিন বাঁচার লেখা আছে, ততদিনই বাঁচব।”
এই নতুন হুমকির ঘটনায় [Bollywood news] বলিউড ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্য ছড়িয়েছে। সলমন খানের অনুরাগীরা তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতার জন্য প্রার্থনা করছেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, [WhatsApp threat] হোয়াটসঅ্যাপে আসা এই হুমকি বার্তাকে তারা গুরুত্বের সঙ্গে দেখছে এবং খুব শীঘ্রই এর রহস্য উন্মোচন করা হবে। [Bomb threat to car] গাড়িকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
এই পরিস্থিতিতে সলমন খানের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা অভিনেতার পাশে রয়েছেন। [Family support for Salman] তাঁরা অভিনেতাকে সাহস যোগাচ্ছেন এবং আইনি প্রক্রিয়ায় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
এখন দেখার বিষয়, এই নতুন প্রাণনাশের হুমকির তদন্ত কোন দিকে মোড় নেয় এবং পুলিশ শেষ পর্যন্ত কাদের শনাক্ত করতে পারে। তবে এটা স্পষ্ট যে, [ लगातार धमकी ] লাগাতার এই হুমকির কারণে সলমন খান এবং তাঁর পরিবার চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। [Actor safety] অভিনেতার নিরাপত্তা সুনিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।
Comments are closed.