বেলজিয়ামে ধৃত মেহুল চোকসি, শীঘ্রই ভারতে প্রত্যর্পণ করা হতে পারে

8

ডিজিটাল ডেস্ক, ১৪ এপ্রিল: অবশেষে গ্রেফতার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত হিরে ব্যবসায় মেহুল চোকসি। ভারতের অনুরোধে চোকসিকে গ্রেফতার করেছে বেলজিয়াম পুলিশ। সিবিএই সূত্রে সংবাদমাধ্য়মের খবর, আপাতত জেলে রাখা হয়েছে ৬৫ বছর বয়সী চোকসিকে। মেহুল চোকসি ও তার ভাগ্নে নীরব মোদীর বিরুদ্ধে পিএনবি-র ১৩,৮৫০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। ক্রেডিট লেটারের মাধ্যেই ওই বিপুল টাকা প্রতারণা করেছিলেন চোকসি।

সিবিআই সূত্রে খবর, শনিবার বেলজিয়াম থেকে মেহুল চোকসিকে গ্রেফতার করা হয়। বর্তমানে বেলজিয়ামের জেলেই রয়েছেন ৬৫ বছরের হিরে ব্যবসায়ী। ২০১৮ ও ২০২১ সালে মুম্বই আদালত চোকসিকে গ্রেফতারির জন্য যে দুটি ওয়ারেন্ট জারি করেছিল, তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ২০২১ সালে ডমিনিকা থেকে কিউবা পালানোর সময় একবার ধরা পড়েছিলেন চোকসি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন মেহুল চোকসি।

উল্লেখ্য ২০২৪ সালের ডিসেম্বর মাসেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে জানিয়েছিলেন মেহুল চোকসির ২২ হাজার ২৮০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং তা বিক্রির প্রস্তুতি চলছে প্রতারণার টাকা মেটানোর জন্য।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অ্যান্টিগা ও বারবুডায় বেশ অনেক দিন ছিলেন চোকসি। সেখানকার নাগরিকত্বও রয়েছে তার। তবে জানা গিয়েছে, গ্রেফতার করা হলেও শীঘ্রই জামিনের আবেদন জানাবেন মেহুল। ৬৫ বছর বয়সি চোকসির একাধিক শারীরিক সমস্যা রয়েছে। তার ভিত্তিতেই জামিন চাইতে পারেন তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই, আমেরিকা থেকে ২০০৮ সালের মুম্বই হামলার চক্রী তাহাউর রানাকে প্রত্যর্পণ করে দেশে ফেরায় ভারত। এরপর সোমবার এল মেহুল চোকসির খবর।

Comments are closed.