কলকাতা, ১৩ এপ্রিল: চাপ বাড়াল চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। দীর্ঘ কর্মসূচির ডাক শিক্ষক-শিক্ষিকাদের। ১ লা বৈশাখ থেকেই আন্দোলনের ডাক। আইনজীবী এবং প্রাক্তন বিচারপতিদের কাছে আইনি পরামর্শ চাইলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা।
প্রসঙ্গত আজ চতুর্থ দিন আজ চাকরিহারারা তাদের অনশন প্রত্যাহার করেন। যদিও এই ঘটনায় তাদের আন্দোলনের ঝাঁঝ কমছে না, পরিবর্তে নিম্নলিখিত কর্মসূচীগুলি তারা গ্রহণ করতে চলেছেন আগামী দিনে…
চাকরিহারাদের কর্মসূচীঃ-
১৫ এপ্রিল বিশেষ অনুষ্ঠানের আয়োজন চাকরিহারাদের
১৬ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি চাকরিহারাদের
১৭ এপ্রিল সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ ব্যাজ পরে প্রতিবাদ
১৮ এবং ১৯ এপ্রিল গণসাক্ষর সংগ্রহ করবেন চাকরিহারারা
২২ এপ্রিল শিয়ালহদহ থেকে মিছিল চাকরিহারাদের
১ মে থেকে ৭ মে রিলে অনশনে বসবেন চাকরিহারারা
৭ মে থেকে গণ আমরণ অনশনের ডাক চাকরিহারাদের
চাকরিহারা শিক্ষকদের অভিযোগ তাঁদের আন্দোলনের ফায়দা তুলছে বিভিন্ন রাজনৈতিক দল। এই কারণে সকলকে এক জোট হওয়ার ডাক চাকরিহারাদের। পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার আবেদন চাকরিহারাদের । ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার আবেদন করেছে মধ্যশিক্ষা পর্ষদ, আইনি পরামর্শ নিচ্ছে রাজ্যও। উল্লেখ্য রিভিউয়ের আবেদন করতে চলেছেন চাকরিহারারাও।
Comments are closed.