কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাজ্যের বিভিন্ন জেলা

26

ডিজিটাল ডেস্ক: ভোররাতে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত রাজ্যের বিভিন্ন জেলা। ভেঙে গিয়েছে বহু ঘর-বাড়ি। রাস্তায় গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। ঝড়-বৃষ্টিতে বহু জায়গায় নষ্ট হয়ে গিয়েছে চাষের ফসল।

কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কোচবিহারের সাহেবগঞ্জ এলাকা। চৌপতিতে একটি আম গাছ ভেঙে পড়ায় সকাল থেকেই যান চলাচল বন্ধ সাহেবগঞ্জ বামন হাট রোডে। বিভিন্ন জায়গার ইলেকট্রিক পোলের তার ছিঁড়ে গিয়েছে। গাছ পড়ে ভেঙে গিয়েছে বহু ঘর-বাড়ি। আহতও হয়েছেন অনেকে। রবিবার ভোররাতের ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কোচবিহারের ১৫ নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাড়ি। রবিবার সকালে পরিস্থিতি পরিদর্শনে যান তৃণমূলের জেলা সভাপতি-সহ অন্যান্যরা।

পাশাপাশি কালবৈশাখীর ঝড়ে ক্ষয়ক্ষতির শিকার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পিরোজপুর এলাকাও। নষ্ট হয়েছে জমির ফসল। ভেঙে গিয়েছে বেশ কিছু বাড়ি। আহত ২। বাড়ির দেওয়াল ভেঙে আহত এক বৃদ্ধা। ভর্তি রয়েছেন হাসপাতালে। আহত হয়েছে অনেক গবাদি পশুও। প্রশাসনের সাহায্যের আশায় এলাকাবাসী।

কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা ধান জমি। লোকসানের আশঙ্কা পশ্চিম মেদিনীপুরের চাষিদের। কালবৈশাখীর তাণ্ডবে জেলার সবং, পিংলা, ডেবরা, দাঁতন-সহ বেশ কিছু এলাকায় আতঙ্কিত চাষিরা। জমির ধান বাঁচাতে তড়িঘড়ি চলছে ধান কাটার কাজ।

কালবৈশাখীর ঝড়ে ক্ষয়ক্ষতি জেলায় জেলায়। বাড়ি হারিয়ে পথে বহু জায়গার বাসিন্দা। ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে সরকারি সাহায্যের আশায় এলাকাবাসী।

Comments are closed.