মুর্শিদাবাদ জেলা জুড়ে অশান্তির আবহাওয়া। এই প্রসঙ্গে বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড়খন্ড থেকে লোক ঢুকিয়ে মুশির্দাবাদ ঠান্ডা করে দেওয়ার হুমকি দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
এরই মাঝে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন সবচেয়ে বেশি দোষী বামপন্থীরা। এই বামপন্থীদেরই বাংলা থেকে আগে তাড়ানো দরকার।
পাশাপাশি মুর্শিদাবাদ ইস্যুতে BSF-এর ভূমিকা নিয়ে বিতর্কিত প্রশ্ন তোলেন, তাদের এই পরিস্থিতি মোকাবিলার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন অর্জুন সিং। তার মতে রাজ্যের ৯ টা জেলার বর্ডার এলাকার অবস্থা খুব খারাপ। তিনি মুখ্যমন্ত্রীকেও এই ঘটনার জন্য কটাক্ষ করেন। এরই সাথে রাজ্যপালের ভুমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অর্জুন। তার মতে শুভেন্দু অধিকারী একমাত্র এই বিষয়ে সঠিক পদক্ষেপ নিচ্ছেন।
প্রসঙ্গত সীমান্তবর্তী চার জেলায় আফস্পা জারি বা সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হোক, এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোর্তিময় সিং মাহাতো। এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন সাংসদ।
Comments are closed.