হাসিনার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা!

14

বাংলাদেশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রবিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেন। অভিযোগপত্রে শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে ও সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং অপর মেয়ে আজমিনা সিদ্দিকের নাম রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তরা আদালতে উপস্থিত না থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

জানা গেছে, পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ার পর দুর্নীতি দমন কমিশন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এবং প্রাক্তন প্রতিমন্ত্রী শরিফ আহমেদ, প্রধানমন্ত্রীর প্রাক্তন ব্যক্তিগত সচিব সালাউদ্দিনসহ জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে মোট ৮টি আলাদা চার্জশিট দাখিল করেছে।

প্রসঙ্গত গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন আওয়ামি লিগ সভাপতি শেখ হাসিনা। তারপর থেকে সেখানেই রয়েছেন তিনি।

Comments are closed.