৪ জেলায় আফস্পা চেয়ে অমিত শাহকে চিঠি জ্যোর্তিময় সিং মাহাতোর

22

কলকাতা, ১৩ এপ্রিল: সীমান্তবর্তী চার জেলায় আফস্পা জারি বা সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হোক, এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোর্তিময় সিং মাহাতো। এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন সাংসদ।

প্রসঙ্গত মুর্শিদাবাদের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও ডিজিপি রাজীব কুমারের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। নিয়েছেন যাবতীয় আপডেট।

কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার রাতে মুর্শিদাবাদে নেমেছে আধাসেনা। রাতভর চলেছে টহল। শনিবার রাতেও নতুন করে সামশেরগঞ্জের নানা প্রান্তে অশান্তির খবর এসেছে।

পাশাপাশি মুর্শিদাবাদের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও ডিজিপি রাজীব কুমারের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। নিয়েছেন যাবতীয় আপডেট।

রাতারাতি বিভিন্ন জেলার বাছাই করা পুলিশকর্তা ও কর্মীদের মুর্শিদাবাদ ডেকে পাঠানো হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলায় ৩৫৫ ধারা, রাষ্ট্রপতি শাসন জারির দাবিতে সরব বিজেপি নেতৃত্ব। এই দাবির মাঝেই এবার সীমান্তবর্তী চার জেলায় আফস্পা জারির দাবি তুললেন পুরুলিয়ার বিজেপি সাংসদ।

নাগা পাহাড়ে এবং সংলগ্ন অঞ্চলে বিদ্রোহ মোকাবিলা করার জন্য সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন আফস্পা প্রণয়ন করা হয়েছিল। পরবর্তীতে অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা এবং জম্মু ও কাশ্মীরে এই আইন প্রয়োগ করা হয়।

Comments are closed.