মমতা-অভিষেককে নিয়ে প্ররোচনামূলক পোস্ট, আটক ১

9

ডায়মন্ড হারবার, ১২ এপ্রিল: সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্ররোচনামূলক মন্তব্য করার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে আটক ১। অভিযুক্ত উস্তি থানার এলাকার বাসিন্দা শুভজিৎ ঘোরুই।

ওই ব্যক্তি গতকাল রাত্রে বেলা ফেসবুকের রাজ্যের মুখ্যমন্ত্রী ও সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একটি কুরুচিকর মন্তব্য করেন আর বিষয়টি নজরে আসতেই বিষয়টি নিয়ে উস্থি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মগরাহাট পশ্চিমের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইমরান হাসান। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই উস্তি থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

এই বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Comments are closed.