এসএসসি, ওয়াকফ নিয়ে মুখ খুললেন অভিষেক

7

কলকাতা, ১২ এপ্রিল: আজ শনিবারের বিকেলে জগন্নাথ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের অ্যান্ড হসপিটালের অনুষ্ঠান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি এবং তার উপর আস্থা রাখি। তবে রায় নিয়ে মত প্রকাশ বা সমালোচনা করার অধিকার আমাদের রয়েছে।’

ডায়মন্ড হারবারের সাংসদের কথায়, ‘এই রায়ে ওরা ৫৯ লক্ষ জব কার্ডধারীর মনরেগা প্রকল্পের অর্থ আটকে দিয়েছে। কিছু অসঙ্গতির কারণে ‘আবাস’ প্রকল্পের টাকাও ছাড়া হচ্ছে না। যারা প্রকৃতপক্ষে অনুপযুক্ত, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু কয়েকজনের জন্য হাজার হাজার প্রাপ্য চাকরি কেড়ে নেওয়া যায় না। ১৭ লক্ষ আবাস প্রকল্পের উপভোক্তাকে ১০০ জনের শাস্তি দিয়ে দোষী বানানো যায় না। এটা ন্যায়সঙ্গত নয়।’

পাশাপাশি ওয়াকফ ইস্যুতে বাংলায় হিংসা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিংসার ঘটনায় নাম না করে বিরোধীদেরই তোপ দাগেন অভিষেক। উল্লেখ্য, মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভের জেরে হিংসা ছড়িয়ে পড়েছিল শুক্রবার। প্রসঙ্গত একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া বার্তায় সকলকে শান্ত থাকার বার্তা দিয়েছেন। অপরদিকে পশ্চিবঙ্গের ডিজিপি তাণ্ডবকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।

বাংলায় কেউ কেউ আগুন জ্বালাতে চাইছে। আবার কিছু অযোগ্যের জন্য সকলের চাকরি খেয়ে নেওয়া ঠিক নয়। এই ভাষাতেই অবশেষে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গুজবে কান না দিয়ে শান্তির বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, ‘বাংলায় কেউ কেউ আগুন লাগানোর চেষ্টা করছে। উন্নয়নের প্রশ্নে আমাদের রাজনৈতিকভাবে পরাজিত করতে না পেরে এখন অনেকেই ধর্মের নামে বিভাজন সৃষ্টি করছে। আর বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। সকলকে অনুরোধ করব, বাংলা কৃষ্টি, শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, সে ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’

Comments are closed.