কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

7

মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর স্পেশাল বেঞ্চ এই রায় দিয়েছে। পুলিশের সঙ্গে একযোগে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী বলে নির্দেশ হাইকোর্টের। মুর্শিদাবাদে পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

ডিভিশন বেঞ্চ জানিয়েছে, “মুর্শিদাবাদে সম্প্রীতি ফেরানোই এখন একমাত্র লক্ষ্য। এহেন পরিস্থিতিতে আদালত চোখ বন্ধ করে রাখতে পারে না।” রাজ্য এবং শুভেন্দু অধিকারীর আইনজীবীদের সওয়াল জবাবের পর বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় মুর্শিদাবাদে শান্তি রক্ষায় পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী একসঙ্গে কাজ করবে।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা আর্জি মান্যতা পেল কলকাতা হাইকোর্টে। শান্তিরক্ষায় মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে কড়া পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। রাজ্য়ের অন্য়ত্র যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তবে সেখানেও রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী চাইতে পারবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

Comments are closed.