ওয়াকফ নিয়ে কড়া বার্তা দিয়েও সংযত থাকার আর্জি মুখ্যমন্ত্রীর

9

কলকাতা, ১২ এপ্রিল: নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। জেলায় জেলায় চোখে পড়ছে অশান্তির ছবি। কোথাও রাস্তা অবরোধ, কোথাও রেললাইনে নেমে ট্রেন আটকানো, কোথাও আবার বিক্ষোভ দমনে পুলিশ, বিএসএফের গুলি চালনার মতো ঘটনা ঘটেছে। সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এই নিয়ে জনতাকে সতর্ক করেছে পুলিশ প্রশাসন।

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে বলেন কঠোরভাবে পরিস্থিতি মোকাবিলা করতে সদা তৎপর রয়েছে পুলিশ। এরইমধ্যে এবার শান্তির বার্তা দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। এক্স হ্যান্ডেলে করলেন পোস্ট। মুখ্যমন্ত্রী সোশাল মিডিয়ায় পোস্ট করে সকলকে সংযত থাকার বার্তা দিলেন। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, ‘মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি – আমরা এই আইনকে সমর্থন করিনা। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না।’

টানা ১৩ ঘণ্টা বিতর্ক এবং ভোটাভুটির পরে বুধবার মধ্যরাতের পর লোকসভায় পাস হয় ওয়াকফ সংশোধনী বিল, ২০২৫। সংসদের দুই কক্ষে পাস হওয়ার পর সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আইনে পরিণত হল ওয়াকফ সংশোধনী বিল, ২০২৫। কেন্দ্রের দাবি, এর ফলে সার্বিক ভাবে মুসলিমদের উন্নতি হবে। ক্ষমতায়ন হবে মুসলিম মহিলাদের। কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীদের অভিযোগ, এর আইন ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে খর্ব করে মুসলিমদের অধিকার হরণ করবে।

পোস্টে মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, ‘মনে রাখবেন, দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব। কোনও হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না। কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না। আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন – এই আমার আবেদন।’

Comments are closed.