অনশনরত শিক্ষকদের রোদ-বৃষ্টির হাত থেকে বাঁচতে ছাউনি দিতে পুলিশি বাধা

9

কলকাতা, ১২ এপ্রিল: SSC দফতরের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন ৩ জন চাকরিহারা শিক্ষক। অনশন করছেন সুমন বিশ্বাস, পঙ্কজ রায় ও প্রতাপকুমার সাহা। তাঁদের সঙ্গে অবস্থান করছেন আরও কয়েকজন চাকরিহারা। OMR শিটের মিরর ইমেজ প্রকাশ সহ একাধিক দাবিতে চলছে অনশন।

রোদ-বৃষ্টির হাত থেকে বাঁচতে ছাউনি দিতে গেলে চাকরিহারাদের বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। চাকরিহারাদের অভিযোগ, তাঁদের বাধা দেয় পুলিশ। SSC দফতরের সামনে ছাউনি টাঙানো যাবে না বলে জানান প্রশাসনিক আধিকারিককরা। চাকরিহারাদের সঙ্গে পুলিশ আধিকারিকদের উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলেও শোনা যাচ্ছে। এরপর আন্দোলনকারীরা ছাতা মাথায় দিয়ে বসেন।

প্রসঙ্গত চাকরি বাতিল ইস্যুতে রণক্ষেত্রের আকার নিয়েছিল কলকাতার কসবা। একই দাবিতে জেলায় জেলায় আছড়ে পড়ে চাকরিহারাদের ক্ষোভ। যোগ্য়দের চাকরি ফেরানোর দাবি নিয়ে গিয়ে, পুলিশের হাতে মার খেয়েছিলেন চাকরিহারারা। রাজ্য জুড়ে চাকরিহারাদের DI অফিস অভিযানে বেনজির ছবি ধরা পড়েছিল বুধবার।

Comments are closed.