গুন্ডামি পুলিশ বরদাস্ত করবে না, কড়া বার্তা রাজীব কুমারের

12

কলকাতা, ১২ এপ্রিল: মুর্শিদাবাদ, সামসেরগঞ্জ এবং সূতির ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলনে করা বার্তা ডিজি রাজীব কুমারের।

কোনওরকম গুন্ডামি পুলিশ বরদাস্ত করবে না বলে আজ শনিবার সাফ জানিয়ে দিলেন ডিজি রাজীব কুমার। কোনওরকম গুন্ডামি নয় মানে নয়। গুজবে কান দিয়ে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেন সেক্ষেত্রে পুলিশ সেটা বরদাস্ত করবে না। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই পদক্ষেপ করা হবে। এভাবেই কড়া ভাষায় বার্তা দিলেন রাজীব কুমার।

মুর্শিদাবাদে অশান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। আর তা নিয়ে রাজ্য–রাজনীতি সরগরম। কারণ এখানে বিজেপি এবং সিপিএম ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। তার জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। পুলিশের উপর হামলা করা হয়েছে। সংযমের পরিচয় দিয়েছে পুলিশ। এবার গোটা বিষয়টি।

এদিকে ওয়াকফ আইনের বিরোধিতায় অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। আজ শনিবার ভবানী ভবনে সাংবাদিক সম্মেলন করে ডিজি স্পষ্ট বার্তা দেন, মুর্শিদাবাদ, সূতি এবং সামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছে সেসব বরদাস্ত করা হবে না। এই আতঙ্কের পরিবেশের মধ্যে আজ সাংবাদিক সম্মেলন করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, ‘কেউ আইন হাতে তুলে নেবেন না। গুজবে কান দেবেন না। মানুষের জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব।’

ইতিমধ্যেই বিএনএসের ১৬৩ ধারা এলাকায় জারি করা হয়েছে। বিএসএফকে সঙ্গে গোটা এলাকা টহল দিচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন। এরপরেও অশান্তি থামানোটা কার্যত চ্যালেঞ্জের হয়ে দাঁড়াচ্ছে।

Comments are closed.