আড়াই ঘন্টা বৈঠকের পর চাকরিহারাদের মধ্য়েও বিভাজন দেখলেন ব্রাত্য়, রিভিউ পিটিশন হচ্ছে সাফ কথা শিক্ষামন্ত্রীর
কলকাতা : আড়াই ঘন্টার বৈঠক। এসএসসি ভবনে শিক্ষামন্ত্রী ও চাকরিহারাদের বৈঠক চলল ভেতরে। বাইরে তখন রাস্তায় আন্দোলনে বসে প্রায় কয়েক হাজার চাকরিহারা শিক্ষক- শিক্ষাকর্মীরা। আড়াই ঘন্টা বৈঠক শেষে চাকরিহারাদের তরফে জানানো হল, বৈঠকে তাদের অনেক দাবিই মেনে নিয়েছেন শিক্ষামন্ত্রী।
শুক্রবার বৈঠক শেষে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের পক্ষ থেকে জানানো হয়, সরকারের তরফে জানানো হয়, যোগ্য়-অযোগ্য়দের তালিকা তৈরীর কাজ শুরু হয়ে গেছে। আইনি পরামর্শ নিয়েই ২১ এপ্রিলের মধ্য়ে সেই তালিকা প্রকাশ করা হবে কমিশনের পক্ষ থেকে। মিরর ইমেজ প্রসঙ্গে চাকরিহারাদের পক্ষ থেকে জানানো হয়, ২২ লক্ষ ওএমআর কমিশনের কাছে থাকলেও মিরর ইমেজ তাদের কাছে নেই। সিবিআই-এর কাছে কিছু মিরর ইমেজ রয়েছে। আইনি বাধা না থাকলে সেই মিরর ইমেজও দেওয়া হবে। পাশাপাশি তারা এও জানান বৈঠকে কসবাকাণ্ড নিয়েও সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। যা হয়েছে তা ঠিক হয়নি বলে মেনে নেওয়া হয়েছে প্রশআসনের তরফেও, দাবি চাকরিহারাদের।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন চাকরিহারাদের প্রতিনিধি মেহবুব মণ্ডল। লালবাজারের তরফে যে যে অভিযোগ করা হয়েছে তার অনেকটাই উড়িয়ে দিয়েছেন মেহবুব। সাংবাদিকদের সামনে মেহবুব জানান, পুলিশের দাবি মত কোনও বহিরাগতই সেদিন কসবায় ডিআই অফিসে ছিলেন না। যারা ছিলেন তারা সবাই চাকরিহারা। পাশাপাশি পুলিশের তরফে চাকরিহারাদের বিরুদ্ধে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার যে হুমকীর কথা বলা হয়েছে সেটাও সঠিক নয়। যে চাকরিহারা সেই মন্তব্য় করছিলেন তিনি পেট্রোল ঢেলে নিজেকে জ্বালিয়ে দেওয়ার কথা বলেছিলেন। কোনও সরকারি সম্পত্তি আক্রমনের কথা তিনি বলেননি।
এর পরই সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাত্য় বসু। ব্রাত্য় জানান আদালতে ৩ বার এসএসসি-র তরফে জানানো হয় যোগ্য় অযোগ্য তালিকা রয়েছে। আইনি কবচ পেলে সেই তালিকা প্রকাশ করবে কমিশন। ২১-এ এপ্রিল না হলেও ১৪ দিন সময় লাগতে পারে এই তালিকা প্রকাশ করতে। মিরর ইমেজ প্রকাশের ক্ষেত্রেও আইনি পরামর্শ নেওয়া হবে। সরকারের তরফে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হবে। রিভিউ পিটিশন করা হবে। এর পরেই ব্রাত্য় বসু জানান চাকরিহারারা কোনও অনশন বা ধর্না করছেন না। যারা অনশন করছে তারা রাজনৈতিকভাবে প্রভাবিত। চাকরিহারাদের মধ্য়েও যে বিভাজন রয়েছে তা চাকরিহারারা নিজেই শিক্ষামন্ত্রীকে বলেছেন।
চাকরিহারাদের পক্ষ থেকেও বৈঠকের পর প্রথমে অনশনের কথা অস্বীকার করা হয়। তবে মেবুব মণ্ডল সাফ জানিয়ে দেন তারা আন্দোলন চালিয়ে যাবে। যতদিন না তাদের সঙ্গে ন্য়ায় হচ্ছে ততদিন আন্দোলন চলবে।
Comments are closed.