শ্রীনগর, জম্মু ও কাশ্মীর: জম্মু ও কাশ্মীর [Jammu and Kashmir]-এর কিশ্তওয়ার [Kishtwar] জেলায় সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে এক জন নিহত হয়েছে। নিহত জঙ্গি ছিল বলে জানা গেছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে এই অভিযান চালায়।
পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৯ই এপ্রিল [April 9] তারিখে চাতরু [Chatru] জঙ্গলে এই অভিযান শুরু করা হয়। সেনাবাহিনী জানায়, ওই দিন সন্ধ্যায় জঙ্গিদের সাথে তাদের প্রথমবার সংঘর্ষ হয়। এরপর দু’পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়, যাতে এক জন জঙ্গি নিহত হয়। দুর্গম এলাকা [hostile terrain] এবং খারাপ আবহাওয়া [adverse weather conditions] থাকা সত্ত্বেও, সেনারা এখনও ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে। মনে করা হচ্ছে, ওই এলাকায় আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে। নিহত জঙ্গির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
জম্মু ও কাশ্মীর পুলিশ এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। উপত্যকার শান্তি বজায় রাখার জন্য এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
[Terrorist Killed] [Encounter in Kishtwar] [Jammu and Kashmir] [Indian Army] [J&K Police] [Terrorism] [Counter-terrorism operation] [Chhatru forest] [ Militancy in Kashmir] [Security Forces]
Comments are closed.