আজ শুক্রবার বেলার দিকে বিকাশ ভবনে চাকরিহারাদের সঙ্গে কথা বলবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওই বৈঠকে চাকরিহারাদের ৮ জন প্রতিনিধি যাবেন বলে এখনও পর্যন্ত ঠিক হয়েছে। বৈঠকে থাকবেন এসএসসির চেয়ারম্যান এবং অন্য প্রতিনিধিরা। আন্দোলনরত চাকরিহারারা জানিয়ে দিয়েছেন, বৈঠক যদি ফলপ্রসূ না হয়, তবে আগামী দিনে তাঁরা আন্দোলন আরও জোরদার করবেন। এসএসসি ভবনের সামনে অবস্থানেও বসতে পারেন তাঁদের কেউ কেউ।
পাশাপাশি বৃহস্পতিবার রাত থেকে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের দফতরের সামনে অনশন শুরু করেছেন তিন জন চাকরিহারা শিক্ষক। রাতে ঝড়বৃষ্টির মধ্যেও সেখানেই ঠায় বসে রইলেন তাঁরা। অনশনকারীদের মধ্যে আছেন সুমন বিশ্বাস, পঙ্কজ রায় এবং প্রতাপ রানা। রাতে তাঁদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
শুক্রবার যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যেরা এসএসসি ভবন অভিযানে পথে নেমেছেন। সল্টলেকের করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিলে হাঁটছেন তাঁরা। যেখানে অনশন চলছে, সেখানে মিছিল শেষ হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। দিনভর আন্দোলন কর্মসূচিতে শহরের একাংশে যানজটের সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত এসএসসি নিয়োগ মামলায় ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার ফলে প্রায় ২৬ ০০০ জনের চাকরি গিয়েছে। এঁদের মধ্যে অযোগ্যদের সঙ্গে অনেক যোগ্য প্রার্থীও আছেন। চাকরি ফেরানোর দাবিতে পথে নেমেছেন তাঁরা। এসএসসি মামলায় মূল জটিলতা তৈরি হয়েছে যোগ্য এবং অযোগ্যদের বাছাই নিয়ে। উত্তরপত্রের তথ্য উদ্ধার করা যায়নি। তাই যোগ্য কারা এবং অযোগ্য কারা, আলাদা করা যায়নি। সেই কারণেই সম্পূর্ণ প্যানেল বাতিল করতে হয়েছে। আদালতের নির্দেশের পর উত্তরপত্র বা ওএমআর শিটের ‘মিরর ইমেজ’ প্রকাশ্যে আনার দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা।
Comments are closed.