দ্রুত স্বাস্থ্য ফিরুক ইসলামপুরের নেতাজি সুভাষ মঞ্চের, বরাদ্দ ৭ কোটি টাকাও, আশায় সংস্কৃতি প্রেমীরা

30

ইসলামপুরের নেতাজি সুভাষ মঞ্চ। একসময়ের প্রাণকেন্দ্র এখন জড়াজীর্ণ। নেতাজি সুভাষ মঞ্চর স্বাস্থ্য এখন খুবই খারাপ। ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত মানুষেরা চাইছেন এই অডিটোরিয়াম আবার নতুন ভাবে ফিরিয়ে দেওয়া হোক। মোনোনিতা চক্রবর্তীর দাবি, আমরা চাই যত দ্রুত সম্ভব শহরের একমাত্র অডিটোরিয়াম নেতাজি সুভাষ মঞ্চ যা একসময় সংস্কৃতির প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল তা আবার ফিরিয়ে দেওয়া হোক। ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল বলেন, অডিটোরিয়ামের কাজ দ্রত শুরু হবে, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে এর জন্য টাকা ও বরাদ্দ হয়েছে, টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হলে অতি দ্রুত এই মঞ্চের কাজ শুরু হবে। জানা গিয়েছে, এই প্রেক্ষাগৃহ সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে ৭ কোটি টাকা।

জানা গিয়েছে, অডিটোরিয়ামের কাজ দ্রুত সম্পন্ন হলে সংস্কৃতি চর্চা থেকে বিভিন্ন সরকারি অনুষ্ঠান সহ নির্বাচনের সময় নানা ধরণের প্রশিক্ষণ দেওয়ার মতো কাজও করা যাবে। তিনি বলেন, পুরনো মঞ্চ ভেঙে ফেলা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হলে দ্রুত কাজ শুরু হবে। এই উদ্যোগে খুশি এলাকাবাসী থেকে শুরু করে সংস্কৃতি প্রেমীরা।

Comments are closed.