সিএবি-তে কি বেজে গেল নির্বাচনের দামামা? কর্তাদের হাবে-ভাবে সেরকম ইঙ্গিত মিলছে। শোনা যাচ্ছে জোর টক্কর হতে পারে টিম সৌরভ গাঙ্গুলী বনাম টিম অভিষেক ডালমিয়ার।
ইতিমধ্যে শাসকগোষ্ঠীর প্যানেলের বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। শোনা যাচ্ছে শাসকগোষ্ঠীর প্যানেলের সভাপতি পদে দাঁড়াতে পারেন বাবলু কোলে। সচিব পদে জোর জল্পনা সৃঞ্জয় বসুকে ঘিরে। ট্রেজারার পদে দাঁড়াতে পারেন প্রাক্তন যুগ্ম সচিব বাবলু গাঙ্গুলীর পুত্র। ভাইস প্রেসিডেন্ট পদে নাম শোনা যাচ্ছে সুব্রত দত্তর।
শোনা যাচ্ছে শাসক গোষ্ঠীর প্যানেলে নাম থাকতে পারে সৌরভ গাঙ্গুলীর বন্ধু সঞ্জয় দাসের। যদিও শাসক গোষ্ঠীর কর্তারা এখনই এই প্যানেল মানতে নারাজ। তাদের বক্তব্য এখনই এসব বিষয়ে আলোচনার সময় আসেনি।
বিরোধী শিবির ও কিন্তু পিছিয়ে নেই। তারাও তলে তলে তাদের গুটি সাজাচ্ছেন। শাসক গোষ্ঠী যদিও মনে করছেন বিরোধী শিবির বলে কিছুই নেই। তাদের দাবি সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে লড়ার মত সাহস কারুরই নেই। বিরোধী শিবির অবশ্যই এসব শুনে হাসছে। তাদের সাফ কথা সময় আসলেই চিত্র পরিষ্কার হয়ে যাবে।
Comments are closed.