আইপিএলে নয়া রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি। মেগা ইভেন্টে ১৫০ টি ক্যাচ ধরে এই রেকর্ড করলেন। উইকেট রক্ষক হিসেবে ১৫০ টি ক্যাচ ধরে প্রথম স্থানে রইলেন মাহি। দ্বিতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক। তিনি ধরেছেন ১৩৭টি ক্যাচ। পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে আইপিএল এর ম্যাচে নেহাল ওয়েদারার ক্যাচটি ধরে ধনী নয় রেকর্ড করে। ৪৩ বছর বয়সে শুধু তিনি ঝাঁপিয়ে ক্যাচি ধরছেন না তড়িৎ গতিতে করছেন স্টাম্পিংও। সূর্য কুমার যাদব কে ০.১২ সেকেন্ডে তিনি স্ট্যাম্প করেছেন। ০.০৯ সেকেন্ড স্ট্যাম্প করেছেন ফিল সল্ট কেউ।
পাশাপাশি পাঞ্জাবের বিরুদ্ধে ধোনি যখন ব্যাট করতে আসেন, তখন চেন্নাইয়ের রান ১৫১। ২৫ বলে তখন দরকার ৬৯ রান। অর্থাৎ প্রতি ওভারে ১৭-র উপর দরকার ছিল। এর আগে ব্যাটিং অর্ডারে অনেকটা নীচে নেমেছিলেন ধোনি। এদিন সেই হিসেবে ব্যাটিং অর্ডারেও আগে নামেন ধোনি। ধোনি শেষ পর্যন্ত ১২ বলে ২৭ রানে আউট হন। মারেন ৩টি ছয়। সেখানে গোটা দলের ছয়ের সংখ্যা ৭।
চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স অবশ্য মোটেই ভালো যাচ্ছে না। পাঁচটির মধ্যে প্রথম ম্যাচে জয় এসেছিল। তারপর থেকে টানা চারটি ম্যাচ হেরে পয়েন্ট তালিকার নবম স্থানে ঋতুরাজ গায়কোয়াড়ের দল। শুক্রবার চিপকে কেকেআরের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।
Comments are closed.