রাজ্য়ের একের পর এক দপ্তরের বিরুদ্ধে একাধিক আদালতে একাধিক মামলা। এবার সরকারের সমস্ত দফতরের মামলা সংক্রান্ত বিষয় নজরদারি করতে নড়ে চড়ে বসলেন মুখ্য়মন্ত্রী। গড়ে দিলেন বিশেষ কমিটি। কমিটির তত্ত্বাবধানে থাকবেন রাজ্য়ের মুখ্য়সচিব।
সূত্রের খবর এই কমিটিতে থাকছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা।
মূলত কোন কোন দফতরে কি কি মামলা বিভিন্ন কোর্ট এ ঝুলে আছে, কি অবস্থায় আছে ,কোনপথে গেলে মিলবে সমাধান, কোন কেস এর জন্য কাকে নিয়োগ করতে হবে তাই সিদ্ধান্ত নেবে এই কমিটি।
সম্প্রতি ২০১৬ সালের বাতিল হওয়া প্য়ানেলের চাকরিহারেদের সঙ্গে মিটিং এর পর প্রশাসনের অন্দরে অনেকের মত, এই মামলার উপরে নজরদারির অভাব ছিল প্রশাসনের। আগে থেকে আঁচ করতে পারলে সর্বশক্তি দিয়ে ২০১৬-র প্যানেল অন্তর্ভুক্ত চাকরিহারাদের চাকরি বাতিল হওয়া থেকে হয়তো বাঁচানোর জন্য উদ্যোগ গ্রহণ করা যেতে পারত। এর থেকে শিক্ষা নিয়ে এবার সরকার প্রশাসনিক দফতেরর বিরুদ্ধে থাকা মামলাগুলি সম্পর্কে অবগত হতে চায়। যাতে আগে থেকেই যথেষ্ট ব্যবস্থা নিয়ে পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এই কারণেই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ বলে সূত্রের খবর।
Comments are closed.