ক্যাবিনেট বৈঠকে মুড অফ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের!
অথচ আজ সুপার নিউমারিক পোস্ট নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গেছে সুপ্রিম কোর্ট। যা রাজ্যের পক্ষে গিয়েছে। তা নিয়ে যথেষ্ট খুশি থাকার কথা ছিল তাঁর। তাহলে এমন কেন গুঞ্জন শুরু হয় মন্ত্রিসভার বৈঠকে। আজ না কি কাজের কথা বাদ দিয়ে একটাও বাড়তি কথা বলেননি তিনি।
সূত্রের খবর মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, দলের প্রথম সারির মন্ত্রী থেকে শুরু করে সকলেই সামাজিক মাধ্যমে একেবারেই সক্রিয় নয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা অর্থাৎ বাম এবং বিজেপি যৌথ উদ্যোগে তাকে এবং তাঁর সরকারকে বদনাম করার জন্য সামাজিক মাধ্যমে যা খুশি তাই বলে চলেছে। যা ইচ্ছে তাই ব্যাখ্যা করছে, যার কোন যুক্তি নেই। কিন্তু তার প্রতিবাদ করার মতো সামাজিক মাধ্যমে তাদের কেউ কিছুই বলছেন না। সোশ্যাল সাইটে সকলকে সক্রিয় হতে বলেন।
প্রসঙ্গত উল্লেখ্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য সামাজিক মাধ্যমে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই বেশ সক্রিয়। একটি পোস্টে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে ব্যাখ্যা দিয়েছেন কীভাবে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকাদের চাকরি গিয়েছে।
মঙ্গলবারের মন্ত্রিসভার বৈঠকে দলের মন্ত্রীদের সামাজিক মাধ্যমে এ বিষয় নিয়ে চুপ থাকায় মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।
Comments are closed.