যেখানে সুপ্রিম কোর্টের রায় প্রায় ২৬০০০ শিক্ষক-শিক্ষিকা চাকরিহারা, ধুকছে স্কুলগুলি, সেখানেই এক অন্য চিত্র আলিপুরদুয়ারে।
চাকরিহারা প্রিয় শিক্ষকদের স্কুলে ফেরাতে প্ল্যাকার্ড ফেস্টুন হাতে রাস্তায় নামল ছাত্র- ছাত্রীরা। ঘটনাটি ফালাকাটার প্রমোদনগর উচ্চ বিদ্যালয়ের। প্রিয় দুই শিক্ষককে স্কুলে ফেরাতে রীতিমতো হাতে লিখে স্লোগান,ফেস্টুন নিয়ে রাস্তায় ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি সহকর্মীদের স্কুলে ফেরাতে পেন ডাউন কর্মসূচী অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের।
সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬০০০ শিক্ষক চাকরিহারা, এরফলে জেলায় জেলায় স্কুলগুলিতে পঠন পাঠন বন্ধ হওয়ার মুখে। কোথাও ক্লাস বন্ধ, কোথাও পরীক্ষা বন্ধ হওয়ার মুখে, আটকে যাচ্ছে পরীক্ষার খাতা দেখা। পাশাপাশি এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে উত্তাল রাজ্যের রাজনীতি। এরই মাঝে ছাত্র-ছাত্রীদের এই পদক্ষেপ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শিক্ষাব্যবস্থার বেহাল দশা।
প্রসঙ্গত জানা গেছে ফালাকাটা ব্লকের প্রমোদনগর উচ্চ বিদ্যালয়ে সুপ্রিম কোর্টের রায়ে দু-জন শিক্ষকের চাকরি গেছে। এই শিক্ষকদের পুনরায় নিয়োগের দাবিতে মিছিল করে ছাত্রছাত্রীরা। পাশাপাশি প্রমোদনগর মোড়ে পথ অবরোধ করে তারা। প্রায় ৩০ মিনিট চলে ওই অবরোধ।
Comments are closed.