জলপাইগুড়িতে হাতির হামলা, ২ দিনে মৃত ২

8

হাতির হামলায় একই দিনে দুজনের মৃত্যু। গুরুতর জখম আরো দু’জন। সোমবারের পর আজ মঙ্গলবার ফের হাতির হামলায় দুজনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ির ক্রান্তি ব্লকে। জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে রবিবার সকালে একজনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিকেলে আরেকজনের মৃত্যু।

প্রথমে ক্রান্তি ব্লকের ফালঝোড়া বিট নম্বর ২ সংলগ্ন এলাকায় আনন্দপুর চা বাগানের খাল লাইনের বাসিন্দা রাজেন ওরাও জঙ্গলের ভিতরে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির মুখোমুখি পড়ে যান। পালাতে না পেরে হাতির হামলায় ঘটনাস্থলেই রাজেন ওরাও এর মৃত্যু হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে ক্রান্তি থানার পুলিশ সহ বনবিভাগের আধিকারিকগণ ছুটে যান।

বিকেল নাগাদ উত্তর বারঘরিয়া আপালচান্দ চেল ২ এলাকার বাসিন্দা সোফিয়ার রহমান হাতির হানায় মারা যান। স্থানীয় বাসিন্দা রফিকুল মহম্মদ জানান জঙ্গলের ভিতরে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে সোফিয়ার রহমানের মৃত্যু হয়। তার সাথে আরো দুজন মহিলা ছিলেন । দুজনেই গুরুতর আঘাত পান। একজনের হাত এবং একজনের পা ভেঙে যায়। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় । হাতির হামলায় মৃত্যুর পর থেকেই ওই এলাকার মানুষদের সতর্ক করতে মাইকিং করছে বনদপ্তর।

Comments are closed.