Border Gavaskar Trophy : ফের শীর্ষস্থানে ফিরল টিম ইন্ডিয়া

0 9

কথায় আছে, আহত বাঘ আরও বেশি ভয়ঙ্কর। পারথে একদিকে বুমরার নেতৃত্বে তীব্র পেস আক্রমণ, অন্যদিকে কোহলি-জয়সওয়ালের জোড়া সেঞ্চুরি ভুলিয়ে দিল নিউজিল্যান্ড সিরিজের ক্ষত। দেশের মাটিতে তিন টেস্টের সিরিজ হেরে অস্ট্রেলিয়ায় গিয়েছিল রোহিত-কোহলি-পন্থরা। অজিদের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে সিরিজে লিড তো বটেই, সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফের শীর্ষস্থানে ফিরল টিম ইন্ডিয়া।

বর্ডার-গাভাস্কার ট্রফিতে দুর্দান্ত শুরু ভারতের। পারথ টেস্ট জিতে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। কিউয়িদের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ক্লিন সুইপ হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুইয়ে নেমে গিয়েছিল রোহিতের ভারত। WTC ফাইনালে যাওয়ার জন্য শর্ত ছিল, অজি সফরে যাও, আর ৪টে টেস্ট জেতো। তার প্রথম ধাপ অতিক্রম করল ভারত। ২৯৫ রানের বিরাট ব্যবধানে জয় অধিনায়ক বুমরার নেতৃত্বাধীন ভারতের।

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর বোলিংয়ে দুর্দান্ত কামব্যাক বুমরা-সিরাজ-হর্ষিত রানাদের। বুমরার ইয়র্কার ও সুইংয়ের কোনও জবাব ছিল না অজিদের কাছে। হারলেও বুমরার বোলিংয়ের প্রশংসা প্যাট কামিন্সের মুখে। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের ধৈর্যশীল ইনিংস প্রশংসা কুড়িয়েছে প্রাক্তনদেরও।

২০২৩-এর ১৯ নভেম্বরের ক্ষত এখনও ভারতীয়দের মন থেকে সারেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বারবার জয় দিয়েই সেই ক্ষত সারিয়ে তোলার আকাঙ্খা শোনা গেল ভারতীয় সমর্থকদের গলায়।

৮ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন বুমরাহ। তবে প্রথম অস্ট্রেলিয়া সফরে জয়সওয়ালের ১৬১ রানের ইনিংসও কুর্নিশযোগ্য, মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Leave A Reply

Your email address will not be published.