Fire in Hospital :হাসপাতালে আগুন লেগে ১০ সদ্যোজাতের মৃত্যু

0 13

Fire in Hospital : হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ সদ্যোজাতের মৃত্যু। উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিক্যাল কলেজে বিধ্বংসীয় আগুন। ঝাঁসি মেডিক্যালের নিওনেটাল আইসিইউতে আগুন। বেশ কয়েকজন সদ্যোজাতকে বাঁচানো সম্ভব হয়। অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে আগুন লাগে বলে অনুমান। রাতেই ঘটনাস্থলে যান উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক। অগ্নিকাকাণ্ডে ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ যোগী প্রশাসনের।

হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৩৭ শিশুকে। শুক্রবার রাতে ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগুন লাগে। শর্টসার্কিট থেকেই হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

সূত্রের খবর, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ ঝাঁসি মেডিক্যাল কলেজের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (NICU)-এ আগুন লাগে। আগুন লাগার ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত ১০ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অন্তত ৩৭ জন শিশুকে উদ্ধার করে বাইরে বের করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬ টি ইঞ্জিন। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছনোর আগেই এনআইসিইউ-এর জানলা ভেঙে চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা রোগীদের অনেককে বাইরে বার করতে সক্ষম হন। অনেক শিশুকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে সমাজমাধ্যমে লিখেছেন, “ঝাঁসি মেডিক্যাল কলেজের এনআইসিইউতে আগুন লেগে শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। মৃতদের আত্মার শান্তি কামনা করি। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।”  এদিকে, দুর্ঘটনার পরই ঝাঁসির উদ্দেশে রওনা দেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ও স্বাস্থ্য দফতরের প্রধান সচিব।

Leave A Reply

Your email address will not be published.