Kolkata Book Fair 2025 : বিশ্বে প্রথম বইমেলা হয়েছিল জার্মানিতে। এবার ফ্রাঙ্কফুর্টের ঝলক কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার ফোকাল কান্ট্রি জার্মানি। মেলা শুরু হচ্ছে আগামি বছর ২৮ জানুয়ারি। বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ ফেব্রুয়ারি বইমেলার শেষ দিন। স্থান, বইমেলা প্রাঙ্গণ, সল্টলেক।
কলকাতা আন্তর্জাতিক বই মেলার দিন ঘোষণা করল গিল্ড কর্তৃপক্ষ। ৪৮ বছরের ইতিহাসে এই প্রথম বইমেলার ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে জার্মানি। সাংবাদিক বৈঠকে গোটা বিষয়টি জানিয়েছেন বইসেলার ও পাবলিশার্স গিল্ডের সভাপতি ত্রিদীবকুমার চট্টোপাধ্যায়।
৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন ২৮ জানুয়ারি। বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
৯ ফেব্রুয়ারি বইমেলার শেষ দিন। এবারের ফোকাল থিম কান্ট্রি জার্মানি।
জার্মানির ফ্ল্যাঙ্কফুর্ট বইমেলা থেকেই ১৯৭৬ সালে কলকাতা বইমেলার শুরু। ১৯৮৪ এবং ২০০৬ সালে ভারত ফ্ল্যাঙ্কফুট বইমেলার থিম কান্ট্রি ছিল।
প্রত্যেক বছরের মত এবছরও বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন বিশিষ্ট অতিথিরা।
৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ১০৫০ বইয়ের স্টল থাকছে।গত বছর কিছু সমস্যা হওয়ায় রিং রোড খালি থাকছে এবার।
প্রতি বছরের মতো ২০২৫-এর বইমেলায় অংশগ্রহণ করবে গ্রেট ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ। রাজ্য প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, গুজরাট অংশ নিচ্ছে। এছাড়া থাকছে ভারতের অন্যান্য রাজ্য। তবে এবার বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত।
অন্যবারের মতো আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল থাকছে এবারও। আগের থেকে এবার কলকাতা বইমেলায় আরও বিক্রি বাড়বে আশাবাদী গিল্ড কর্তৃপক্ষ।