PM Narendra Modi : যান্ত্রিক ত্রুটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লিগামী বিমানে। ওড়ার ঠিক আগে ত্রুটি ধরা পড়ায় দেওঘর বিমানবন্দরে প্রায় ঘণ্টাখানেক আটকে থাকে প্রধানমন্ত্রীর বিমান। দিল্লি ফিরতে বিলম্ব হয় মোদীর। মোদীর বিমান উড়তে না পারায় প্রোটোকলের গেরোয় দেওঘর থেকে ৮০ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের গোড্ডায় আটকে পড়ে রাহুল গান্ধীর কপ্টার। কপ্টারে প্রায় দু’ঘণ্টা বসে থাকেন রাহুল গান্ধী।
শুক্রবার ছিল আদিবাসী নেতা বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকী। এদিন ঝাড়খণ্ডে পৌঁছে বিরসা মুণ্ডার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে এই রাজ্যে ২০ নভেম্বর দ্বিতীয় দফার ভোটের আগে দুটি জনসভায় ভাষণ দেন মোদী। এরপর দিল্লি রওনা হওয়ার সময়েই বাধে বিপত্তি। যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে প্রধানমন্ত্রীর দিল্লিগামী বিমানে। দেওঘর বিমানবন্দরেই প্রায় এক ঘণ্টা আটকে পড়েন মোদী।
এদিন ঝাড়খণ্ডের মহাগামায় ভোট প্রচারে গিয়েছিলেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কিন্তু মোদীর বিমান উড়তে না পারায় প্রোটোকলের গেরোয় গোড্ডায় আটকে পড়ে রাহুল গান্ধীর কপ্টার। রাহুলকে প্রায় দু’ঘণ্টা কপ্টারেই বসে থাকতে হয়। রাহুলের কপ্টার ২ ঘণ্টা আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করে টুইট করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। কংগ্রেস নেতা তাঁর পোস্টে লিখেছেন, নির্বাচনী প্রচারে সব দলকে সমান সুযোগ দেওয়া উচিত। আর সকলের থেকে প্রধানমন্ত্রীকে কখনই বেশি প্রাধান্য বা সুযোগ দেওয়া উচিত নয়। অথচ আজ ঝাড়খণ্ডে প্রধানমন্ত্রীর জন্য রাহুল গান্ধীকে আটকে থাকতে হল। বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি।
কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিয়ে রাহুলকে কটাক্ষ করেছেন ঝাড়খণ্ডের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা।
শেষ পর্যন্ত বেশ কিছুক্ষণ অপেক্ষার পর প্রধানমন্ত্রীর বিমান নিরাপদেই দিল্লির উদ্দেশে পাড়ি দেয়। প্রায় ঘণ্টাখানেক বিলম্বের পর রাহুলের বিমানও নির্দিষ্ট গন্তব্যে রওনা হয়ে যায়। এর আগে চলতি সপ্তাহেই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেনের কপ্টারও প্রায় ৫০ মিনিট আটকে ছিল।