West Bengal By Polls 2024 : বুধবার রাজ্যে ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ভোট গ্রহণের প্রস্তুত নির্বাচন কমিশন

0 26

West Bengal By Polls 2024 : রাত পোহালেই রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। উপনির্বাচন সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালডাংরায়। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য রাজ্য পুলিশের সঙ্গে থাকছে ১০৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট গ্রহণের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন।

সিতাই বিধানসভা
উত্তরবঙ্গের যে দুই কেন্দ্রে ১৩ নভেম্বর ভোট নেওয়া হবে তার মধ্যে কোচবিহারের সিতাই অন্যতম।
সিতাইয়ে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৩০০। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৭ প্রার্থী। এই কেন্দ্রে মোট ভোটার ৩০৫৫৬৫ জন। কেন্দ্রীয় বাহিনী থাকছে ১৮ কোম্পানি। রাজ্য পুলিশ ৯০০ জন।

মাদারিহাট বিধানসভা
আলিপুরদুয়ারের তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত মাদারিহাট বিধানসভাতেও বুধবার ভোট গ্রহণ। যে ৬ কেন্দ্রে বুধবার ভোট নেওয়া হবে তার মধ্যে একমাত্র মাদারিহাটই ছিল বিজেপির দখলে। মাদারিহাটে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ২২৬। এই কেন্দ্রে মোট ভোটার ২২০৩৪২। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৮ প্রার্থী। নিরাপত্তার দায়িত্বে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী-সহ ৬০০ পুলিশ কর্মী।

মেদিনীপুর বিধানসভা
জুন মালিয়া সাংসদ হওয়ায় শূন্য হয়েছে মেদিনীপুর বিধানসভা কেন্দ্র। বুধবার এই কেন্দ্রে ৫ প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি হবে। মেদিনীপুর বিধানসভায় ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৩০৪। এই কেন্দ্রে মোট ভোটার ২৯১৭১৪
প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৫ প্রার্থী। নিরাপত্তার দায়িত্বে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

তালড্যাংরা বিধানসভা
অরূপ চক্রবর্তীর ইস্তফায় শূন্য হয় তালড্যাংরা বিধানসভা আসনটি। বাঁকুড়ার গ্রামীণ এলাকার এই কেন্দ্রে বুধবার ভোট গ্রহণ। ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ২৬৪। এই কেন্দ্রে মোট ভোটার ২৪১৪৯৭। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৫ প্রার্থী
নিরাপত্তার দায়িত্বে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

নৈহাটি বিধানসভা
উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চল নৈহাটিতেও আগামীকাল ভোট গ্রহণ। নৈহাটিতে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ২১০। এই কেন্দ্রে মোট ভোটার ১৯৩৮৩৫। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৯ প্রার্থী। নিরাপত্তার দায়িত্বে ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ২০০০ রাজ্য পুলিশ।

হাড়োয়া বিধানসভা
উত্তর ২৪ পরগনার সীমান্ত ঘেঁষা হাড়োয়াতেও ভোট গ্রহণের জন্য প্রস্তুতি চূড়ান্ত। হাড়োয়া বিধানসভায় ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ২৭৯। এই কেন্দ্রে মোট ভোটার ২৬৯১০৩। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৯ প্রার্থী। নিরাপত্তার দায়িত্বে ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

১৩ নভেম্বর ছয় বিধানসভা কেন্দ্রের মোট ১৫৮৩ বুথে ৪৩ জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি হবে। ভোট গণনা ২৩ নভেম্বর। ঝাড়খণ্ডেও বুধবার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হবে। ফলাফল ২৩ তারিখেই।

Leave A Reply

Your email address will not be published.