SSKM Hospital : এসএসকেএম-এর অপারেশন থিয়েটারে জং ধরা কাঁচি! সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে সরব জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্যের দুরবস্থা নিয়ে চিন্তিত চিকিৎসকরা।
আরজি করের রক্তমাখা গ্লাভস-কাণ্ডের পর এবার শিরোনামে এসএসকেএম-এর মরচে ধরা কাঁচি। সেই কাঁচি দিয়েই অস্ত্রোপচার করতে গিয়ে তা ভেঙেও যায় বলে অভিযোগ। সেই জং ধরা কাঁচির ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আরও একবার সরকারি হাসপাতালে রোগী পরিষেবা নিয়ে বড়সড় প্রশ্ন।
এর আগে আরজি কর হাসপাতালে রক্তমাখা গ্লাভস পাঠানো হয়েছিল বলে অভিযোগ করেছিলেন জুনিয়র ডাক্তাররা। এই ঘটনার পরে সেন্ট্রাল মেডিক্যাল স্টোরকে তদন্তের নির্দেশ দেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। এর মধ্যেই এসএসকেএম হাসপাতালে অস্ত্রোপচারের সময় মরচে ধরা কাঁচি ভেঙে যাওয়ার অভিযোগ। দীর্ঘদিন ধরেই হাসপাতালগুলিতে নিম্নমানের ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম সরবরাহের অভিযোগে সরব চিকিৎসকরা। সঠিক তদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা।
জুনিয়র ডাক্তারদের এই অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
পাল্টা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থা নিয়ে সরব বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। রাজ্য সরকারকে ‘ফেসিয়ালের সরকার’ বলে কটাক্ষ শমীকের।
জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবির মধ্যে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি ছিল অন্যতম। কিছুদিন আগেই রাজ্যের আশ্বাসে অনশন প্রত্যাহার করেছেন তাঁরা। ফের রাজ্যের অন্যতম বড় সুপার স্পেশালিটি হাসপাতালে উঠল গুরুতর অভিযোগ।