চিকিৎসক কন্যার ধর্ষণ ও হত্যার ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে উৎকণ্ঠায় নির্যাতিতার বাবা-মা। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিয়েছিলেন তাঁরা। কেন্দ্রীয় সরকারের তরফে কোনও চিঠি না আসলেও, বিজেপি সূত্রে খবর, রবিবার ব্যস্ত কর্মসূচির মধ্যেই কলকাতায় নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাত করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
রবিবার রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সফরের মধ্যেই আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাত করতে পারেন তিনি।
নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ এক্সে বলেন,
‘তদন্ত এখন সিবিআই-এর হাতে, বিচার করছে আদালত। সিবিআই মূল ধর্ষণ ও খুনে যাকে চার্জশিট দিয়েছে, তাকে কলকাতা পুলিশই গ্রেফতার করেছিল, তাও ২৪ ঘণ্টার মধ্যে। যন্ত্রণাকাতর বাবা-মা অমিত শাহের সঙ্গে কথা বলতে চান। অমিত শাহজি তাঁদের অগ্রাধিকারের ভিত্তিতে সময় দিন। তাঁদের কথা শুনুন।’
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, নির্যাতিতার পরিবার বিচার চাইবেন, তা স্বাভাবিক। সিবিআই ইস্যুতে কেন্দ্রকে বিঁধেছেন তিনি। সিবিআই ইস্যুতে কেন্দ্রকে খোঁচা সুজনের!