Haryana Oath : দ্বিতীয়বার হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নায়াব সিং সাইনির। শপথ অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ বিজেপির শীর্ষ নেতারা। ছিলেন এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রায় ৫০ হাজার দর্শক। শপথের মঞ্চে ফুটে উঠল ঐক্যবদ্ধ বিজেপির ছবি।
মাস খানেকের মধ্যেই ভোট মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে। এই দুই রাজ্যে ভোটের আগে বিজেপির ঐক্যবদ্ধ চেহারা ফুটে উঠল হরিয়ানায় নতুন সরকারের শপথ অনুষ্ঠানে। বৃহস্পতিবার পঞ্চকুলা স্টেডিয়ামে শপথ নিলেন নায়াব সিং সাইনি-সহ ১৩ জন মন্ত্রী।
টানা এক দশক ক্ষমতায় থাকার পর প্রতিষ্ঠান বিরোধী হাওয়া অতিক্রম করে হরিয়ানায় জয়ের হ্যাটট্রিক পদ্মশিবিরের।
হরিয়ানার নির্বাচনী চিত্র। মোট আসন ৯০। ৪৮টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজেপির। প্রধান বিরোধী দল কংগ্রেস জয়ী ৩৭ আসনে। আইএনএলডি ২, নির্দল ৩।
হরিয়ানার নতুন সরকারের শপথগ্রহণ স্থগিত রাখার দাবিতে একটি মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। তারপরই শুরু হয় শপথ গ্রহণ। বৃহস্পতিবার সাইনি ছাড়াও শপথ নিয়েছেন
হরিয়ানা মন্ত্রিসভা (হেডার)
অনিল ভিজ, কৃষানলাল পানোয়ার, রাও নরবীর সিং, মহিপাল ঢান্ডা, বিপুল গোয়েল, অরবিন্দ কুমার শর্মা, শ্রুতি চৌধুরী, শ্যাম সিং রানা, রণবীর সিং গঙ্গা, কৃষান বেদি, আরতি সিং রাও এবং রাজেশ নগর
হরিয়ানায় প্রায় সব এগজিট পোল কংগ্রেসকে এগিয়ে রাখলেও শেষ হাসি হেসেছে বিজেপি। গো-বলয়ের এই জয় নিশ্চিতভাবেই বিজেপিকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে। সেই অক্সিজেনকে কাজে লাগিয়েই মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ঝাঁপাতে চাইছে গেরুয়া শিবির। সাইনির শপথ থেকেই যার সলতে পাকানোর কাজ শুরু।