Durga puja : ৮৫ হাজার টাকা কিছু হয় না, ১০ লক্ষ টাকা করে দিন! পুজো অনুদান নিয়ে মন্তব্য প্রধান বিচারপতির
Durga puja : পুজোর অনুদানের খরচের হিসাব খতিয়ে দেখতে সিএজিকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। হিসাব খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট দিতে নির্দেশ প্রধান বিচারপতির। তাঁর পর্যবেক্ষণ পুজোর অনুদান দেওয়া হলেও বহু ক্ষেত্রে পর্যাপ্ত টাকা দেয় না রাজ্য।
রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান পুজো কমিটিগুলি ঠিকমতো খরচ করছে কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনেরালকে রিপোর্ট দিতে নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের। পুজোর অনুদান কীভাবে খরচ হচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশ দিক আদালত, এই মর্মে আদালতে মামলা করেন এক ব্যক্তি।
সোমবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি অ্যাডভোকেট জেনারেলকে বলেন, ৮৫ হাজার টাকা কিছু হয় না। আপনারা ১০ লক্ষ টাকা করে দিন।
এদিন প্রধান বিচারপতি আরও মন্তব্য করেন, রাজ্য ইতিমধ্যেই পুজোর অনুদান বিলি করে ফেলেছে ঠিক আছে। কিন্তু বহুক্ষেত্রে রাজ্য সরকার পর্যাপ্ত টাকা দেয় না। যেমন দুরারোগ্য রোগে আক্রান্তদের যে মাসিক ভাতা দেওয়া হয় তা পর্যাপ্ত নয়। সিলিকোসিস আক্রান্তদের ব্যাপারে রাজ্য উদাসীন। এরকম বহু বিষয়ে আদালত নির্দেশ দিয়েছে সেগুলোও রাজ্যের বিবেচনা করা উচিত।
মামলাকারীর আইনজীবী সোমবার সওয়াল করেন আদালতের নির্দেশ সত্ত্বেও কোনও ক্লাব খরচের হিসেব দেয় না। সেগুলি খতিয়ে দেখা হোক। এনিয়ে সিএজিকে নির্দেশ দিক আদালত।
এদিন আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, অভিযোগ দুর্গাপুজো কমিটিগুলিকে টাকা দিয়ে প্রত্যেক বছর জনগণের টাকার অপচয় করা হচ্ছে। তিনি দাবি করেন অবিলম্বে এই অনুদান বন্ধ করা দরকার।
পুজোর অনুদানের নামে কী সত্যিই জনগনের টাকার অপচয় হচ্ছে? ক্লাবগুলি কি আদৌ হিসাব দেবে? একাধিক প্রশ্ন ঘুরছে আমজনতার মনে। তবে মামলায় প্রধান বিচারপতির পর্যবেক্ষণ যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আইনজীবী মহল।