West Bengal Economy Stumbles : বাংলার অর্থনীতি পিছিয়ে? প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের রিপোর্টে উদ্বেগ

0 38

West Bengal Economy Stumbles : পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের রিপোর্টে উঠে এল তথ্য। বর্তমান পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় নেমে এসেছে জাতীয় গড়ে ৮৩.৭ শতাংশে যা জিডিপির মাত্র ৫.৬ শতাংশ। পশিমবঙ্গের মতো সমৃদ্ধ রাজ্যের বর্তমান পরিস্থিতি যথেষ্ট চিন্তার, মত প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের।

রাজ্যের অর্থনিতি ক্রমশ নিম্নমুখী। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের রিপোর্টে উঠে এল উদ্বেগজনক তথ্য। যে রাজ্য এক সময় দেশের জিডিপির তৃতীয় সর্বোচ্চ কন্ট্রিবিউটর ছিল সেই রাজ্যই এখন নেমে এসেছে ৫ নম্বরে। গত দশক থেকে কমলেও দেশের সর্বোচ্চ জিডিপি ধরে রেখেছে মহারাষ্ট্র। এদিকে উল্লেখযোগ্য ভাবে উঠে এসেছে দক্ষিণের তামিলনাড়ু।

দেশের প্রথম ৫ জিডিপি কন্ট্রিবিউটর
ক্রম রাজ্য ১৯৬০-৬১ ২০২৩-২৪
১ মহারাষ্ট্র ১২.৫% ১৩.৩%
২ তামিলনাড়ু ৮.৭% ৮.৯%
৩ উত্তরপ্রদেশ ১৪.৪% ৮.৪%
৪ গুজরাট ৫.৮% ৮.১%
৫ পশ্চিমবঙ্গ ১০.৫% ৫.৬%

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের রিপোর্টে পশ্চিমবঙ্গ সম্পর্কে বলা হয়েছে কয়েক দশক ধরেই পশ্চিমবঙ্গের অর্থনীতি নিম্নমুখী। ১৯৬০-৬১ সালে পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় ছিল জাতীয় গড়ের ১২৭.৫ শতাংশ অর্থাৎ জিডিপির প্রায় ১০.৫ শতাংশ । বর্তমান পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় নেমে এসেছে জাতীয় গড়ের ৮৩.৭ শতাংশে যা জিডিপির মাত্র ৫.৬ শতাংশ।

দেশের এগিয়ে থাকা রাজ্যের তালিকা
ক্রম রাজ্য ১৯৬০-৬১ ২০২৩-২৪
১ দিল্লি ২১৮.৩% ২৫০.৮%
২ তেলেঙ্গানা – ১৯৩.৬০%
৩ কর্নাটক ৯৬.৭০% ১৮০.৭০%
৪ হরিয়ানা ১০৬.৯% ১৭৬.৮০%
৫ তামিলনাড়ু ১০৯.২০% ১৭১.১০%
১৪ পশ্চিমবঙ্গ ১২৭.৫% ৮৩.৭%

পশ্চিমবঙ্গের অর্থনীতির গতি কমে যাওয়ার বেশ কিছু কারণ উঠে এসেছে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের রিপোর্টে। বলা হয়েছে গত ২ দশক ধরেই পশ্চিমবঙ্গের অর্থনীতি নিম্নগামী।

পশ্চিমবঙ্গের অর্থনীতির গতি স্লথের কারণ

১ . পশ্চিমবঙ্গের বর্তমান শিল্পনীতি
২. পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে পূর্ব ভারতের অর্থনৈতিক পরিস্থিতি এখনও উদ্বেগের। বিহার কিছুটা সামলে নিলেও পশিমবঙ্গের মতো সমৃদ্ধ রাজ্যের বর্তমান পরিস্থিতি যথেষ্ট চিন্তার।

Leave A Reply

Your email address will not be published.