Arvind Kejriwal : অবশেষে জেলমুক্তি কেজরিওয়ালের,

0 29

Arvind Kejriwal : অবশেষে জেলের বাইরে কেজরিওয়াল। ইডির পর এবার সিবিআইয়ের মামলাতেও শর্তাধীন জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হন কেজরিওয়াল। তাঁকে প্রথমে গ্রেফতার করে ইডি, পরে সিবিআই। লোকসভা নির্বাচনের সময়ে অন্তর্বর্তী জামিনে মুক্তি পেলেও ফের আত্মসমর্পণ করায় তিহাড়ই ছিল অরবিন্দ কেজরিওয়ালের ঠিকানা। ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেলেও সিবিআইয়ের মামলায় জামিন পাচ্ছিলেন না। এবার প্রায় ছ’মাস পর জেল থেকে মুক্তি পাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। শুক্রবার কেজরিওয়ালকে শর্তাধীন জামিন দেয় সুপ্রিম কোর্ট। তবে আদালতের নির্দেশ,

জামিনের পর তিনি কোনও ফাইলে সই করতে পারবেন না
মুখ্যমন্ত্রীর দফতরেও যেতে পারবেন না
প্রকাশ্যে এই মামলা সংক্রান্ত কোনও মন্তব্য করতে পারবেন না
১০ লক্ষ টাকার জামিন বন্ড দিতে হবে কেজরিওয়ালকে

ফলে জামিন পেলেও কেজরিওয়ালের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে বড় প্রশ্ন চিহ্ন থেকেই গেল। কেজরিওয়ালকে জামিন দিতে গিয়ে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইঞা সিবিআইয়ের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। আবার গ্রেফতারি নিয়ে দুই বিচারপতি ভিন্ন মতও পোষণ করেছেন। ঠিক কী অভিযোগ ছিল কেজরিওয়ালের বিরুদ্ধে?

২০২১-২২ সালের আবগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে
দিল্লির তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ দেন
অভিযোগ, দুর্নীতি করে ১০০ কোটি টাকা হাতিয়েছিল আম আদমি পার্টি
গোয়া বিধানসভা নির্বাচনে সেই টাকা ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ

আগামী বছর দিল্লি বিধানসভার ভোট। স্বাভাবিকভাবেই কেজরিওয়ালের জামিনে উচ্ছ্বসিত আপ। উজ্জীবিত ইন্ডিয়া জোট শিবিরও। আপের দাবি, স্বৈরাচারের বিরুদ্ধে সত্যের জয় হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.