West Bengal Govt : শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান বাতিল, পড়ুয়াদের ট্যাব ও স্মার্ট ফোন প্রদান কর্মসূচি স্থগিত
West Bengal Govt : শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান বাতিলের সঙ্গে সঙ্গে বাতিল হয়ে গেল এবছর উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের ট্যাব ও স্মার্ট ফোন কেনার জন্য টাকা প্রদানের কর্মসূচিও। সরকারি তরফে বিষয়টিকে প্রশাসনিক সিদ্ধান্ত বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পুজো অনুদান নিয়েও ধীরে চলো নীতি সরকারের। আরজি কর কাণ্ডের জের? শুরু রাজনৈতিক বিতর্ক।
পাঁচই সেপ্টেম্বর প্রতিবছর সরকারি শিক্ষক দিবসের অনু্ষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের পড়াশোনার জন্য ট্যাব ও স্মার্ট ফোন কেনার টাকা দেয় রাজ্য সরকার। পড়ুয়া পিছু দশ হাজার টাকা করে দেওয়া হয়। তরুণের স্বপ্ন প্রকল্পে এবছর প্রায় তেরোশো কোটি টাকা বরাদ্দও করা হয়েছিল।
সরকারি অনুষ্ঠানে থাকেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যাবের জন্য টাকা সহ মেধাবী ছাত্রছাত্রীদেরও এই অনুষ্ঠানে পুরস্কারও তুলে দেওয়া হয়। কিন্তু হঠাৎই একরকম নজিরবিহীনভাবে অনুষ্ঠান বাতিল করা হয়েছে যা অতীতে হয়নি। তরুণের স্বপ্ন প্রকল্পের উল্লেখ না করলেও শিক্ষা দফতরের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশাসনিক কারণে ১ হাজার ৩৩৩ কোটি ৫৭ লক্ষ ৯০ হাজার টাকার বরাদ্দ বাতিল করা হল
শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান বাতিলের পাশাপাশি পড়ুয়াদের ট্যাব ও স্মার্ট ফোন কেনার টাকা দেওয়ার কর্মসূচি বাতিল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
এবছর রাজ্যজুড়ে প্রায় ৪৫ হাজার ক্লাবকে পুজো অনুদান দেওয়া নিয়েও ধীরে চলো নীতি নিয়েছে রাজ্য সরকার। এবছর কলকাতায় ৩ হাজার পুজো কমিটিকে অনুদান দেওয়া হবে। কলকাতার জন্য ২৫ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। জেলায় ৪২ হাজার ৩৩৬ ক্লাবকে পুজো অনুদান দেওয়া হবে। খরচ ৩৫৯ কোটি ৮৫ লক্ষ ৬০ হাজার টাকা।
পুজো অনুদানের এই টাকা জেলা পুলিশ এবং কলকাতা পুলিশকে সরকারি কোষাগার থেকে তোলার নির্দেশ দেওয়া হলেও ৫ সেপ্টেম্বরের আগে তা না ছাড়ার সরকারি নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।